Monday, November 10, 2025

সোশ্যাল মিডিয়ায় দেবলীনাকে কদর্য আক্রমণ, পাশে দাঁড়ালেন স্বামী তথাগত

Date:

যত দিন যাচ্ছে ধর্মীয় গোঁড়ামি যেন তত মাথা চাড়া দিতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াকে (Social Media) ব্যবহার করে কদর্য ভাষায় আক্রমণও তার সঙ্গে যোগ হয়েছে। সম্প্রতি ছয় বছর আগে সায়নী ঘোষ (Sayani Gosh)-এর সোশ্যাল মিডিয়ায় পোস্টের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগের আঘাতের অভিযোগ করে বিজেপি। বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Ray) রবীন্দ্র সরোবর থানায় এফআইআর (FIR) দায়ের করেন। এরপরেই নয়া নিশানা অভিনেত্রী দেবলীনা দত্ত মুখোপাধ্যায় (Debolina Datta Mukherjee)। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অভিনেত্রী দেবলীনা দত্ত মুখোপাধ্যায় বিফ রান্না প্রসঙ্গে কথা বলেন। তিনি জানান, “এমনিতে তিনি নিরামিষাশী হলেও তিনি ভালো বিফ রান্না করতে পারেন”। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে শুরু করেন দেবলীনা। কদর্য ভাষায় তাঁকে আক্রমণ করা হয়। এমনকী তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। তাঁর মাথা কেটে রাস্তায় ঝুলিয়ে দেওয়া হবে বলেও সে পোস্ট বলা হয়। পরিস্থিতি দেখে আসরে নামেন দেবলীনার স্বামী তথাগত মুখোপাধ্যায় ( Tathagata Mukherjee)।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “হিন্দু ধর্মে শুয়োর বা বরাহ স্বয়ং বিষ্ণুর অবতার। তারপরেও আমরা শুয়োর খাই। তাতে কিছু যায় আসে না। আমার বাড়িতে অনেক ভিন ধর্মের বন্ধুরা এসে শুয়োর খেয়ে গিয়েছেন। কারণ তাঁরা খাওয়ার জন্য বাঁচেন না। বাঁচার জন্য খান”। এরপরেই তথাগত বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriya)-এর একটি ইন্টারভিউয়ের লিঙ্ক দেন। তিনি বলেন, “বাবুল সুপ্রিয় নিজে ইন্টারভিউতে স্বীকার করেছেন, কলেজ জীবনে তিনি বহুবার বিফ খেয়েছেন। কিন্তু কখনও তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হয়নি, এই নিয়ে কোনও বিতর্কের সৃষ্টি হয়নি। কারণ তিনি কেন্দ্রীয় মন্ত্রী”।

তবে দেবলীনার এই মন্তব্যের পরেই বৈদ্যুতিন ওই চ্যানেলের টক শোতে এসে বিজেপি কর্মী পেশায় উকিল তরুণজ্যোতি হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতে দেবলীনার বিরুদ্ধে সামাজিক হিংসা ছড়ানোর প্রস্তাবও রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের স্ক্রিনশটও দেবলীনার স্বামী তথাগত শেয়ার করেছেন।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version