Saturday, November 15, 2025

ডেপুটি নির্বাচন কমিশনারের পর এবার রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ

Date:

বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission of India) ফুল বেঞ্চ। তিন দিন ধরে দফায় দফায় চলবে বৈঠক। সূত্রের খবর, ২০ জানুয়ারি বুধবার দুপুরে কলকাতায় আসছে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা (Chief Election Commissioner of India Sunil Arora) সহ কমিশনের বাকি শীর্ষ আধিকারিক গুয়াহাটি (Guwahati) থেকে কলকাতায় (Kolkata) পৌঁছচ্ছেন বলে জানা গিয়েছে।

▪️ বুধবার বিকেলে রাজ্যের ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ।

▪️ বৃহস্পতিবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের ফুল বেঞ্চের। বিকেলে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের আধিকারিকদের।

▪️ শুক্রবার, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Chief Secretary Alapan Bandyopadhyay) ও স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Home Secretary HK Diwedi) সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে হাজির থাকার কথা বলা হয়েছে রাজ্য পুলিশের ডিজি-রও।

সূত্রের খবর, ইতিমধ্য়েই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের আগেই বিস্তারিত রিপোর্ট তৈরি রাখতে সব জেলার জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন (Deputy Election Commissioner Sudeep Jain)। তিনি জেলাশাসকদের সঙ্গে বৈঠকে করেন। তিনি যেভাবে রিপোর্ট তৈরি করতে বলে গিয়েছেন, সেইমতো রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

আরও পড়ুন-নন্দীগ্রামে জিতবেন মমতাই, শুভেন্দুকে রাজনীতি ছাড়তে হবে: ফিরহাদ

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version