Thursday, August 21, 2025

দেবলীনা ও অনিন্দ্যর বিরুদ্ধে FIR করলেন বিজেপির এক কর্মী- আইনজীবী

Date:

অভিনেত্রী দেবলীনা দত্ত এবং পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে FIR করলেন বিজেপি কর্মী তথা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি৷ গত ১৯ জানুয়ারি বাগুইহাটি থানায় এই FIR করা হয়েছে৷

প্রসঙ্গত, একটি চ্যানেলের চ্যাট শোতে গরুর মাংস (Beef) খাওয়া এবং রান্না করা বিষয়ে নিজেদের মতামত জানিয়েছিলেন দেবলীনা(Debolina) এবং অনিন্দ্য (Anindya)৷ সেই মতামত ‘বেআইনি’ চিহ্নিত করেই এই FIR করা হয়েছে৷

বিজেপি-কর্মী তরুণজ্যোতি তেওয়ারির (Tarunjyoti) FIR-এ বলা হয়েছে, “আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী৷ আমি একজন শান্তিপ্রিয় হিন্দু নাগরিক৷ দেবী দুর্গার উপাসক। গরুকে পুজো করি। গরুকে যে কাটবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংবিধানের ৪৮ ধারায় বলা আছে। এই ধারা মেনে উত্তর প্রদেশ, গুজরাটে গরু খাওয়া বন্ধ হলেও পশ্চিমবঙ্গে হয়নি।” তিনি লিখেছেন, “চিত্র পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় নবমীর দিন গরু খাওয়া এবং দেবলীনা দত্ত জনসমক্ষে নবমীর দিন গরুর মাংস রান্না করার বিষয়ে যা বলেছেন, তা আইনত অপরাধ। কলকাতা পুলিশের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, “দেখা যাক পশ্চিমবঙ্গের পুলিশ পদক্ষেপ নেয় কিনা। আইনের ছাত্র হিসেবে আইনি পথে প্রতিবাদ করতে ভালবাসি। সবাইকে অনুরোধ করব শালীনতার মাত্রা রেখে আইনি পথে পদক্ষেপ নেওয়ার৷ পুলিশ পদক্ষেপ না করলে বুঝে নিতে হবে পুলিশও দুর্গাপুজোয় গরুর মাংস খাওয়া প্রমোট করে।” তিনি বলেছেন, “বুদ্ধিজীবী হওয়া মানে হিন্দু ধর্মকে আক্রমণ করার লাইসেন্স পাওয়া নয়। এটা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে।”

ওদিকে, দেবলীনা দত্তের স্বামী অভিনেতা তথাগত (Tathagata) মুখোপাধ্যায় বলেছেন, “বাগুইহাটি থানায় তরুণজ্যোতির FIR গৃহীত হয়নি৷ তবে কোর্টেই ওনার সঙ্গে দেখা হবে। বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বিষয়টা দেখছেন”। পাশাপাশি তথাগতের মন্তব্য, “বিজেপি রাজ্যে এলে ৬ থেকে ৬০ কোনও মহিলারই নিরাপত্তা কিছুই যে থাকবে না, তা স্পষ্ট হচ্ছে।”

আরও পড়ুন:কৃষকদের ট্রাক্টর মিছিল রুখতে কেন্দ্রের আবেদনে সাড়া দিল না শীর্ষ আদালত

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version