Sunday, November 9, 2025

কৃষকদের ট্রাক্টর মিছিল রুখতে কেন্দ্রের আবেদনে সাড়া দিল না শীর্ষ আদালত

Date:

একের পর এক বৈঠক ব্যর্থ। তিনটি কৃষি আইন(Farm law) বাতিলের দাবিতে অনড় কৃষকরা কেন্দ্রকে জোর ধাক্কা দিতে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে ট্রাক্টর মিছিলের(tractor parred) ডাক দিয়েছেন। সেই মিছিল আটকাতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র সরকার(central government)। বুধবার এই মামলা প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত(Supreme court)। পাশাপাশি আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কৃষকদের মিছিল সংক্রান্ত বিষয়ে কোনোভাবেই দখলদারি করবে না আদালত। এটা পুলিশের এক্তিয়ারভুক্ত বিষয়।

লাগাতার আন্দোলন ও বিক্ষোভ চলার পর সরকারের কোনো রকম হেলদোল দেখা যায়নি কৃষি আইন বাতিল সংক্রান্ত বিষয়ে। এরপরই সম্প্রতি কৃষক সংগঠনগুলির তরফে ঘোষণা করে দেওয়া হয় ২৬ জানুয়ারি রাজধানীর বুকে ট্রাক্টর মিছিল করবেন কৃষকরা। প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের এহেন ঘোষণায় রীতিমতো চাপে পড়ে যায় সরকার। এই কর্মসূচি রুখতে অতঃপর শীর্ষ আদালতের দ্বারস্থ হয় নয়াদিল্লি। বুধবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি এসএ বোবদে (SA Bobde), বিচারপতি এএস বোপান্না (AS Bopanna) ও ভি রামাসুব্রমণিয়নের (V Ramasubramanian) ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন:মুসলিমরাও রামমন্দির নির্মাণে অর্থ দিচ্ছে, তসলিমার টুইট ঘিরে বিতর্ক

দু’পক্ষের বক্তব্য শোনার পর দেশের শীর্ষ আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, এই বিষয়ে আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না। আশেপাশে কেন্দ্রীয় সরকারের তরফে মিছিল আটকানোর জন্য যে মামলা করা হয়েছিল সেটাও তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, এ বিষয়ে সম্পূর্ণরূপে সিদ্ধান্ত নেবে দিল্লি পুলিশ। প্রসঙ্গত, ২৬ জানুয়ারির ট্রাক্টর মিছিলের জন্য দিল্লি পুলিশের থেকে এখনও পর্যন্ত কোনও রকম অনুমতির আবেদন করেননি কৃষকরা।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version