Thursday, August 21, 2025

নিজের 2014 সালে লেখা চিঠির অংশ। আর এখন কলকাতা সি এম এম কে লেখা সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির সার্টিফায়েড কপির কিছু অংশ।

এই দুই বিষয় পোস্ট করে মুকুল রায়ের (Mukul roy) গ্রেপ্তার চেয়েছেন কুণাল ঘোষ ( kunal ghosh)। তিনি লিখেছেন-

মুকুল রায়কে গ্রেপ্তার করে তদন্ত চাই কেন?
দিলীপ ঘোষ ( dilip ghosh) ভেবে দেখবেন।

আমি মনে করি মুকুল রায়কে হেপাজতে না নিলে সারদা তদন্ত অসম্পূর্ণ থাকবে।

এটা আমি আজ বলছি না। 2013 সাল থেকে বলছি।

ছোট একটি উদাহরণ: আমি তখন বলেছিলাম সুদীপ্ত সেনের “পালিয়ে যাওয়া” স্বাভাবিক নয়। ষড়যন্ত্র। আমাকে বলি করা হচ্ছে। রাজীবকুমারের সিট তখন কথা শুনতে চায়নি। আমাকে কলঙ্কিত করা হয়েছিল।

আজ এতকাল বাদে সারদা কর্তা সুদীপ্ত সেন জেল থেকে বিচারককে লেখা চিঠিতে বলেছেন,” মুকুল রায় আমাকে তখন বলেছিলেন ঐ চিঠি লিখে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকতে। উনি কেডিসিংএর আলকেমিস্টকে সুবিধে করে দিতে, আর ওঁর প্রতিপক্ষদের বদনাম করতে আমাকে ব্যবহার করেছিলেন। আমি ফাঁদে পড়ে ভুল করেছিলাম। সারদা গোষ্ঠী আর আমার ক্ষতি হয়ে গেল।
ওঁকে আমি বিশ্বাস করেছিলাম। পরে দেখলাম উনি অ্যালকেমিস্টের হয়ে কাজ করছেন।”
কোর্টের কেস রেকর্ড থেকে আমি এই নথির সার্টিফায়েড কপি তুলেছি।

এই পোস্টে আমি 2014 সালে দমদম জেল থেকে সিবিআই ও ইডিকে লেখা সবিস্তার চিঠিটির সামান্য অংশ দিলাম।

আর 2020 সালে সুদীপ্ত সেনের বিচারককে লেখা চিঠির সামান্য অংশ দিলাম।
সেদিন সুদীপ্ত সেন কারুর কথায় মুখে কুলুপ এঁটে বসেছিলেন। আজ লিখছেন সবটা।

সেদিন আমি একবর্ণ ভুল বলিনি।
যতদিন যাবে সব প্রমাণ হবে। সবাই সব বুঝবেন।

আমি সুদীপ্ত সেনের বয়ানকে ধ্রুবসত্য ধরি না।
কিন্তু তদন্ত চাই।
কথা যখন মিলছে, তাহলে সময় নষ্ট না করে তদন্ত হোক।

সারদা, নারদ তদন্ত এড়াতেই মুকুলদা বিজেপিতে ঢুকে বসে আছে।
দিলীপ ঘোষসহ বিজেপি নেতাদের বলব, আপনাদের সঙ্গে আমাদের মতাদর্শগত ও রাজনৈতিক লড়াই চলছে চলুক। কিন্তু এরকম যারা ভালোবেসে বিজেপি যায়নি; স্রেফ নিজেদের স্বার্থে তদন্ত এড়াতে বিজেপিকে আশ্রয় হিসেবে ব্যবহার করছে, ক্ষমতা দখলের ভুল নেশায় তাদের ব্যক্তিস্বার্থ সফল হতে দেবেন না।

মুকুল রায়কে অবিলম্বে হেফাজতে নিয়ে জেরা প্রয়োজন।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version