Monday, November 3, 2025

ধূপগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৪ শিশু-সহ কমপক্ষে ১৫ জনের মৃত্যু, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

Date:

তখন বেশ রাত হয়েছে। ঘন কুয়াশা। আচমকা বিকট শব্দ। পাথর বোঝাই ডাম্পারের নীচে চাপা পড়ল যাত্রীবোঝাই দু’টি ছোট গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident)। ঘটনায় কমপক্ষে১৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪জন শিশু বলে জানা গিয়েছে। এছাড়াও বেশ কয়েকজন গাড়ির নীচে চাপা পড়ে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে প্রথমে ছুটে যান স্থানীয়রা। প্রাথমিক ভাবে তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন। পরে রাতভর উদ্ধার কাজ চালায় পুলিশ ও দমকলকর্মীরা। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরুলিয়া থেকে রাতেই তিনি ফোনে উত্তরবঙ্গের প্রশাসনিক কর্তাদের পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দেন। জখমদের চিকিৎসার বিষয়েও খোঁজ নেন তিনি।

গতকাল মঙ্গলবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি-জলঢাকা সেতুর কাছে ময়নাতলি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথর বোঝাই ডাম্পারটি একটি ছোট অল্টো এবং মারুতি গাড়ির উপরে উল্টে পড়ে। দু’টি গাড়িতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এঁরা ময়নাগুড়ির রানিরহাট মোড় এলাকার বাসিন্দা এবং বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন।

এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মাঝেমধ্যেই এই রাস্তায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক মিতালি রায় বলেন, বিয়ে বাড়ি থেকে ফেরার পথেই ঘটেছে ঘটনাটি। জলঢাকা সেতুর কাছে দু’টি গাড়ির উপর পড়ে যায় লরিটি। এখনও পর্যন্ত ১৫টি দেহ উদ্ধার হয়েছে। দেহগুলিকে ধূপগুড়ি হাসপাতালে আনা হয়েছে। গুরুতর জখম অবস্থায় বেশ কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version