ফের পড়ুয়াদের অনলাইনে ক্লাস করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য বাংলার ৯ লক্ষ পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারি অনুদান ঢুকে যাবে।
করোনা (Corona) পরিস্থিতিতে অনলাইনে ক্লাস চলেছে শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু বহু দরিদ্র পড়ুয়ার ট্যাব (Tab), স্মার্ট ফোন (Smart Phone) না থাকায় লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক অথবা হাই মাদ্রাসাস্তরের ৯ লক্ষ ছাত্রছাত্রীকে লেখাপড়ায় সহায়তার জন্য ট্যাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু একবারে ৯লক্ষ ট্যাব না কিনতে পারায় টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার, নবান্ন (Nabanna) থেকে এই ঘোষণার পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। আগামী সাতদিনের মধ্যে ট্যাব কেনার টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে জমা পড়ে যায়, এ ব্যাপারে সরকারি আধিকারিকদের নির্দেশ দেন। কেউ যাতে এই সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি লক্ষ্য রাখতে বলেন।
এদিন পড়ুয়াদের কয়েকজনের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাদের পরামর্শ দেন, “স্মার্টফোন বা ট্যাব অত্যন্ত যত্ন করে ব্যবহার করবে। তোমাদের মধ্যে অনেকেই জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। কিন্তু নিজের মাতৃভূমিকে কখনও ভুলো না”। সবুজ সাথী প্রকল্পে পড়ুয়াদের আরও ২০ লক্ষ সাইকেল দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। সেই কাজের প্রস্তুতিও বর্তমানে চূড়ান্ত পর্যায়ে।
আরও পড়ুন- সিরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের জেরে মৃত ৫, শোক প্রকাশ আদার পুনাওয়ালার