লোকাল ট্রেনে এবার বাজবে রবীন্দ্রসংগীত, সিদ্ধান্ত পূর্ব রেলের

পূর্ব রেলের(Eastern Rail) লোকাল ট্রেনের (local train) কামরায় এবার থেকে নিয়মিত বাজবে রবীন্দ্রসংগীত (Rabindra sangeet)৷ ট্রেন যাত্রার একঘেয়েমি কাটাতেই পূর্ব রেলের লোকাল ট্রেনের সব কামরায় বাজানো হবে রবীন্দ্রসংগীত। পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷ বিধানসভা ভোটের মুখে হঠাৎ রেলের এই সিদ্ধান্তের পিছনে রাজনীতি আছে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি (BJP)।

রাজ্যে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর শহরের ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসংগীত বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। এদিন রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy) বলেছেন, বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
কাজের ধারা নকল করছে। এতে তৃণমূলেরই লাভ৷ এসব চমক ভোটের জন্য বলেই মন্তব্য করেছেন মন্ত্রী অরূপ রায়।অন্যদিকে হাওড়া জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা বলেছেন, “এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তৃণমূল তো সবকিছুর মধ্যেই রাজনীতি দেখে। কেন্দ্রের বিভিন্ন জনমুখী প্রকল্পকে তৃণমূল সরকার নিজেদের বলে চালাচ্ছে। মানুষ তা বোঝেন”৷

আরও পড়ুন:লিলি চক্রবর্তীর অবস্থার অবনতি,শরীরে অক্সিজেন কমছে, হাসপাতালে স্থানান্তরিত

করোনা-কারনে দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা।গত নভেম্বর থেকে ফের শুরু হয় ট্রেন চলাচল। এই মুহুর্তে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ৯০% লোকাল ট্রেন ‘কোভিড প্রোটোকল’ মেনে চালানো হচ্ছে৷ যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধির লক্ষ্যেই লোকাল ট্রেনে রবীন্দ্র সংগীত বাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। প্রথমে পরীক্ষামূলকভাবে ট্রেনের ৮টি কামরায় রবীন্দ্রসঙ্গীত বাজানো হবে৷ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম (DRM) সঞ্জয় কুমার সাহা বলেছেন, লোকাল ট্রেনের প্রতিটা কামরায় যে অ্যানাউন্সিং-সিস্টেম
রয়েছে, সেখানেই বাজবে রবীন্দ্রনাথের গান৷

Advt

Previous articleজব কার্ড চাইলে সহবাসের প্রস্তাবের অভিযোগ, বিক্ষোভ মালদহে
Next articleউপহার ২০ লাখ ভ্যাকসিন; করোনা মোকাবিলায় যৌথ প্রয়াস বাংলাদেশ ভারতের