Monday, November 10, 2025

আদি ও তৎকাল বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়াল পূর্ব-পশ্চিম বর্ধমানে

Date:

Share post:

আদি ও তৎকাল বিজেপির সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়াল পূর্ব-পশ্চিম বর্ধমানে। বৃহস্পতিবার বর্ধমান শহর এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে (Asansol) বিজেপির (Bjp) গোষ্ঠীদ্বন্দ্ব হিংসাত্মক চেহারা নেয়। আদি বিজেপি কর্মীদের তুলনায় দলে সদ্য বিজেপি কর্মীদের অনেকবেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে এদিন প্রবল গোলমাল বাধে খোদ বর্ধমান (Burdwan) শহরে। সূত্রের খবর, বর্ধমান শহরে বিজেপি কার্যালয় ভাঙচুর করেছেন আদি বিজেপি কর্মীদের একাংশ। এদিন দুপুরে কয়েকশো বিক্ষুব্ধ বিজেপি কর্মী দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি এলাকায় বেশ কিছু দুচাকা ও চার চাকার গাড়িতে অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ।

সূত্রের খবর, পশ্চিম বর্ধমানের আসানসোলে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং বিজেপি নেতা অরবিন্দ মেননের (Arabinda Memon) সামনেই তৎকাল বিজেপি কর্মী বনাম আদি বিজেপি কর্মীদের ভিতর এদিন সংঘর্ষ বাধে।
সূত্রের খবর, বর্ধমান শহরে যে বিক্ষুব্ধ আদি বিজেপি কর্মীরা দলীয় কার্যালয় ভাঙচুর করেছেন তারা জেলা সভাপতির অপসারণ চেয়েছেন। গোলমালের পর ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।
এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondol) বলেন, বিজেপি আসলে তোলাবাজ, ধান্দাবাজের দল। ওরা নিজেদের ভিতর মারামারি করে তৃণমূলের (Tmc) ঘাড়ে গোলমালের দায় চাপাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata bandhopadhya) নেতৃত্বে রাজ্যে উন্নয়নের প্রচুর কাজ হয়েছে। সিপিএম (Cpm) থেকে যারা বিজেপিতে যোগ দিয়ে গুরুত্ব পাচ্ছেন, তাদেরকে নিয়ে বিজেপিতে গোলমাল চলছে।
এদিন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম না করে অনুব্রত এই অভিযোগও করেছেন, তৃণমূল থেকে কোটি কোটি টাকা নিয়ে কেউ কেউ এখন সাধু সাজছেন।
এদিকে নতুন করে তৎকাল বিজেপি এবং আদি বিজেপির মধ্যে গোলমালের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, হামলার ঘটনায় যুক্ত বহিরাগতরা। বিজেপির কোনও কর্মী এই হামলার সঙ্গে যুক্ত নন। তিনি বলেন, দলে পুরনো কর্মীদের সঙ্গে নতুন কর্মীদের মতবিরোধ থাকতেই পারে। এর জেরে ক্ষোভও থাকতে পারে। এসব বিষয় মীমাংসার জন্য দলেই পৃথক প্ল্যাটফর্ম আছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:উপহার ২০ লাখ ভ্যাকসিন; করোনা মোকাবিলায় যৌথ প্রয়াস বাংলাদেশ ভারতের

Advt

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...