Monday, November 3, 2025

কর্নাটকে ভয়াবহ ডিনামাইট বিস্ফোরণে মৃত ১৫, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

কর্নাটকের শিবমোগা জেলায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হল ১৫ জনের। বিস্ফোরণের(blast) তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে বহু বাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। জানা গিয়েছে ট্রাক ভর্তি করে ডিনামাইট নিয়ে যাওয়া হচ্ছিল ডিনামাইট(dynamite) তাতেই কোনও কারণে বিস্ফোরণ ঘটে যায়। এই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন খনি ও ভূবিজ্ঞান মন্ত্রী মুরুগেশ নিরানি। দুর্ঘটনার পর টুইট করে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা(BS Yeddyurappa)।

জানা গিয়েছে খননকার্যের উদ্দেশ্যেই এই ডিনামাইট গুলি নিয়ে যাওয়া হচ্ছিল। রাত ১০টা ২০ মিনিট নাগাদ পথে রেলের ক্রাশার সাইটে ডিনামাইট ফেটে ঘটে দুর্ঘটনা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়। বিস্ফোরণ স্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় ফাটল দেখা যায়। বেশ কয়েকটি বাড়ির জানলার কাঁচ ভেঙে পড়ে। ঘটনার জেরে যে শ্রমিকদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:বিজেপিশাসিত রাজ্যে মদে নিষেধাজ্ঞা জারি করতে নাড্ডাকে আর্জি উমার

এদিকে এই খবর প্রকাশ্যে আসার পর টুইট করে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, ‘শিবমোগায় ভয়াবহ বিস্ফোরণে আমি অত্যন্ত ব্যথিত। শোকাহত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা। রাজ্য সরকার এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সাহায্য প্রদান করছে। দুর্ঘটনার জেরে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি।’ প্রধানমন্ত্রী পাশাপাশি এদিন টুইট করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা। টুইটে তিনি লেখেন, ‘এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য উচ্চস্তরের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না।’

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version