Friday, May 16, 2025

সীমান্ত সংঘাত আরও জোরালো, অরুণাচলে চিনা গ্রাম নিয়ে এবার বিবৃতি বেজিংয়ের

Date:

উত্তর-পূর্বে লাদাখ সীমান্তকে(Ladakh border) কেন্দ্র করে ভারত-চিন সংঘর্ষ যখন প্রবল আকার নিয়েছে, ঠিক সেই সময় এক স্যাটেলাইট চিত্র(satellite image) দাবি করছে অরুণাচলের(Arunachal) ভিতরে গ্রাম বানিয়েছে চিন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে যখন জল্পনা প্রবল আকার নিয়েছে ঠিক সেই সময়ে বিবৃতি পেশ করল চিনের বিদেশমন্ত্রক। চিনে তরফে বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘নিজেদের এলাকাতেই গ্রাম গড়েছে তারা।’

চিনা বিদেশ মন্ত্রকের মুখাপাত্র হুয়া চুনিং এদিন একটি বিবৃতিতে বলেন, ‘চিন-ভারত সীমান্তের পূর্ব অংশে জাংনাম অঞ্চল নিয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। আমরা মনে করি না যে অরুণাচল প্রদেশে বেআইনিভাবে কিছু করা হয়েছে। নিজেদের জমিতে নির্মাণকাজ কোনওভাবেই বেআইনি হতে পারে না।’ এদিকে নিঃশব্দে চিনের এই সীমান্ত আগ্রাসনকে ভারত যে কখনওই ভালোভাবে নিচ্ছে না তা বুঝিয়ে দিতে তৎপর হয়ে উঠেছে নয়াদিল্লি। দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে অরুণাচল প্রদেশের ওই অংশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি চিনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ফের অসুস্থ লালুপ্রসাদ, স্থানান্তরিত হাসপাতালে

উল্লেখ্য, সম্প্রতি এক স্যাটেলাইট চিত্রে দেখা যায় ভারতের অন্দরে অরুণাচলে আস্ত গ্রাম তৈরি করেছে চিন সেনা। চিনের তৈরি ওই গ্রামে ১০১টি বাড়ি তৈরি হয়েছে। এনডিটিভি তরফে দাবি করা হয়েছে, ওই স্যাটেলাইট চিত্রটি à§§ নভেম্বর ২০২০ সালে নেওয়া। শুধু তাই না বিশেষজ্ঞদের দাবি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ৪.à§« কিমি ভিতরে অবস্থিত এই গ্রাম। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর যখন জাতীয় রাজনীতিতে প্রবল জলঘোলা শুরু হয়েছে ঠিক সেই সময়ই এবার ‘বেপরোয়া’ বিবৃতি দিল চিন।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version