Thursday, August 21, 2025

হাতে হাত রেখে মাত্র এক মিনিটের ব্যবধানে ‘চিরঘুমের দেশে’ করোনা আক্রান্ত দম্পতি

Date:

Share post:

ভালোবাসার কাছে হার মানল করোনাও(coronavirus)। হৃদয়ে রেশ রেখে যাওয়া এক প্রেমের গল্পের মতো হাত ধরাধরি করে মিনিটের ব্যবধানে মৃত্যু হল নায়ক-নায়িকার। না কোনও রিল লাইফ নয়, এ এক চূড়ান্ত বাস্তব। আর চোখের সামনে এই অমর প্রেম কাহিনীর(love story) সাক্ষী থাকলেন মার্কিন যুক্তরাষ্ট্রের(America) বেসরকারি হাসপাতালের কর্মীরা। এ দৃশ্য দেখে মন ভারাক্রান্ত হয়ে উঠল তাদেরও। ৭০ বছর একসঙ্গে সংসার করার পর হাসপাতালের শয্যায় শেষ হল এক সুমধুর সম্পর্ক।

গত ডিসেম্বর মাসে নিজেদের ৭০ বছরের বিবাহ বার্ষিকী পালন করেছিলেন আমেরিকার ওহিও-র কলম্বাসের বাসিন্দা ডিক(৯০) আর শার্লি(৮৭)। তাঁদের তিন সন্তান। ডেবি, ভিকি আর কেলি। সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাবা’কে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু এর কিছুদিনের মধ্যেই গত ৮ জানুয়ারি তাঁরা একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হন। শুরুতে নিয়ম মেনে তাঁদের দু’জনকে আলাদা আলাদা রাখা হয়েছিল। কিন্তু পরে ডিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সন্তানদের অনুরোধে তাঁদের একই ঘরে রেখে দেওয়া হয়। এরই মাঝে অসুস্থ শরীরে একদিন ‘হোয়েন দ্য রিভার মিটস সি’ গানটি শুনতে চান ডিক। সেইমত তাঁদের ঘরে খুব আস্তে করেই বাজিয়ে দেওয়া হয় সেই গান। আর একে অপরের হাত ধরে সেই গান শুনতে শুনতেই চিরঘুমের দেশে চলে যান শার্লি। স্ত্রীকে অবশ্য একা চলে যেতে দেননি ডিকও। মাত্র এক মিনিটের ব্যবধানে স্ত্রীর সঙ্গে চিরঘুমের দেশে চলে যান তিনিও।

আরও পড়ুন:রেকর্ড ছুঁয়েও ফের ধাক্কা খেলো শেয়ার বাজার, ৭৪৬ পয়েন্ট নামলো সেনসেক্স

একেবারে জীবনের শেষ ক্ষণ পর্যন্ত একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিল এই প্রেমিক যুগল। করোনা তাদের প্রাণ কেড়ে নিতে পারলেও তাদের ভালোবাসার কাছে মাথা নত করে হার স্বীকার করতে বাধ্য হল। বেঁচে রইল ডিক ও শার্লির এক অমর প্রেম কাহিনী।

Advt

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...