Friday, January 30, 2026

নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া হল মাতাবেন একঝাঁক শিল্পী

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তীতে নয়া ঘোষণা করেছে মোদি সরকার। এবার থেকে প্রতি বছর নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেে কেন্দ্র সরকার। এর সূচনায়
শনিবার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেলে ভিক্টোরিয়া হলে যোগ দেবেন বিশেষ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠানকে অন্যতম মাত্রা দিতে ওই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ঊষা উত্থুপ, পাপন, সোমলতা এবং অন্বেষা-সহ আরও অনেক শিল্পী ।
অন্যান্য অনুষ্ঠান সেরে বিকেল সাড়ে চারটের মধ্যে ভিক্টোরিয়ায় পৌঁছাবেন মোদি । নেতাজি নিয়ে তৈরি গানের সুরে মাতাবেন রাজস্থান এবং বাংলার ড্রামবাদকরা। ওই দিন এভাবেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে । ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘কদম কদম বাড়ায়ে যা’ শীর্ষক সুরের তালে অংশ নেবে বাংলার প্রায় ৭৫ জন শিশু। এরপর মঞ্চ মাতাবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ। তিনি তার দৃপ্ত কন্ঠে মাধুর্যে পরিবেশন করবেন ‘একলা চলো রে’ গানটি। এরপর পাপনের কন্ঠে শোনা যাবে ‘সুভাষজি সুভাষজি’ গান । ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান পরিবেশন করবেন সৌম্যজিৎ এবং সৌরেন্দ্র।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর সাড়ে পাঁচটা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলন করবেন প্রধানমন্ত্রী । বক্তব্য রাখবেন রাজ্যপাল জগদীপ ধনকড়  (Jagdeep Dhankhar) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বক্তৃতা দেবেন। ৫টা ৪১ নাগাদ ‘লেটার অফ নেতাজি (১৯২৬-১৯৩৬)’ বই প্রকাশ হবে ওই মঞ্চে। দশজন শহিদকে সম্মান জানানো হবে। সন্ধে ৬টা নাগাদ বক্তব্য রাখবেন মোদি।
সব ঠিকঠাক থাকলে সন্ধে ৬.৪৫ নাগাদ ওই মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন ঊষা উত্থুপ, পাপন, সৌম্যজিৎ, অন্বেষা, সোমলতা-সহ একাধিক শিল্পী। অনুষ্ঠান শেষে সন্ধে ৭টায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

ভূস্বর্গে লুকিয়ে জইশ জঙ্গি! কিশতওয়ারে চিরুনিতল্লাশি নিরাপত্তাবাহিনীর 

জম্মু- কাশ্মীরে (Jammu and Kashmir) ফের হামলার ছক জঙ্গিদের! ভূস্বর্গে জইশ জঙ্গিদের আত্মগোপনের খবর মিলতেই বৃহস্পতিবার রাত থেকে...

করমর্দন বিতর্ক টেনিসেও, হাত মেলালেন না বেলারুশ-ইউক্রনের খেলোয়াড়রা

সাম্প্রতিক সময়ে সিনিয়র হোক বা জুনিয়র ভারত পাকিস্তান মুখোমুখি হলেই অবধারিত ভাবেই উঠে আসে করমর্দন বিতর্ক। এবার সেই...

প্রয়াত পি টি ঊষার স্বামী, ফোন করে শোক প্রকাশ মোদির

প্রয়াত পি টি ঊষার (PT Usha) স্বামী শ্রীনিবাসন। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন (Vengalil Sreenivasan)। ঊষার বর্ণময় কেরিয়ারে...

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...