Friday, January 9, 2026

নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া হল মাতাবেন একঝাঁক শিল্পী

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তীতে নয়া ঘোষণা করেছে মোদি সরকার। এবার থেকে প্রতি বছর নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেে কেন্দ্র সরকার। এর সূচনায়
শনিবার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেলে ভিক্টোরিয়া হলে যোগ দেবেন বিশেষ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠানকে অন্যতম মাত্রা দিতে ওই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ঊষা উত্থুপ, পাপন, সোমলতা এবং অন্বেষা-সহ আরও অনেক শিল্পী ।
অন্যান্য অনুষ্ঠান সেরে বিকেল সাড়ে চারটের মধ্যে ভিক্টোরিয়ায় পৌঁছাবেন মোদি । নেতাজি নিয়ে তৈরি গানের সুরে মাতাবেন রাজস্থান এবং বাংলার ড্রামবাদকরা। ওই দিন এভাবেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে । ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘কদম কদম বাড়ায়ে যা’ শীর্ষক সুরের তালে অংশ নেবে বাংলার প্রায় ৭৫ জন শিশু। এরপর মঞ্চ মাতাবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ। তিনি তার দৃপ্ত কন্ঠে মাধুর্যে পরিবেশন করবেন ‘একলা চলো রে’ গানটি। এরপর পাপনের কন্ঠে শোনা যাবে ‘সুভাষজি সুভাষজি’ গান । ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান পরিবেশন করবেন সৌম্যজিৎ এবং সৌরেন্দ্র।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর সাড়ে পাঁচটা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলন করবেন প্রধানমন্ত্রী । বক্তব্য রাখবেন রাজ্যপাল জগদীপ ধনকড়  (Jagdeep Dhankhar) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বক্তৃতা দেবেন। ৫টা ৪১ নাগাদ ‘লেটার অফ নেতাজি (১৯২৬-১৯৩৬)’ বই প্রকাশ হবে ওই মঞ্চে। দশজন শহিদকে সম্মান জানানো হবে। সন্ধে ৬টা নাগাদ বক্তব্য রাখবেন মোদি।
সব ঠিকঠাক থাকলে সন্ধে ৬.৪৫ নাগাদ ওই মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন ঊষা উত্থুপ, পাপন, সৌম্যজিৎ, অন্বেষা, সোমলতা-সহ একাধিক শিল্পী। অনুষ্ঠান শেষে সন্ধে ৭টায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...