শুক্রবার অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( sourav ganguly) দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ে( snehasish ganguly) । একটি বেসরকারি হাসপাতালে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয় তাঁর। অ্যাঞ্জিয়োপ্লাস্টি সফল হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ভাল আছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

শুক্রবার হাসপাতালে ভর্তি হন স্নেহাশিস। এদিন আইসিইউতে রাখা হবে তাকে। আগামী সোমবার ছুটি পেতে পারেন বলে হাসপাতাল সূত্রে খবর। এদিন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে দেখতে যান সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া । স্নেহাশিসকে দেখে এসে তিনি বলেন, ” সুস্থ আছেন তিনি। অনেকক্ষন কথাও হলো। তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরবেন সিএবি সচিব ।”


আরও পড়ুন:করোনায় আক্রান্ত জিদান
