টিম ইন্ডিয়ার সদস্য কোলাঘাটের দয়ানন্দকে সম্বর্ধনা দিলেন এলাকাবাসীরা

করোনা আবহের মধ্যেই অস্ট্রেলিয়ার মাটিতে কাঙারুবাহিনীকে টেস্ট সিরিজে পরাস্ত করে ইতিহাস তৈরি করেছে টিম ইন্ডিয়া। চার টেস্টের সিরিজে দুর্দান্ত জয়লাভ করে আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষে বসেছে কোহলি-হীন ভারতীয় দল। আর সেই দলের অন্যতম সদস্য ছিলেন এক বঙ্গতনয়। যদিও ক্রিকেটার হিসেবে নয়, তিনি ছিলেন সাপোর্ট স্টাফ হিসেবে।

ইতিহাস রচনা করে দেশে ফিরেছে গোটা দল। আজ, শুক্রবার সম্বর্ধনা দেওয়া হল ভারতীয় ক্রিকেট টিমের ম্যাসাজ থেরাপিস্ট কাম থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানিকে। যিনি বাংলার ছেলে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট চ্যাম্পিয়ন ভারতীয় টিমের এক সদস্য তিনি। সেজন্য মেদিনীপুরের কোলাঘাটের ওই যুবককে ঘিরে তাঁর শৈশবের ক্লাব কর্তারা গর্বিত। ওই ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তাঁকে এই সম্বর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন- তৈরি হয়েছে দুয়ারে সরকার প্রকল্পের মেগা কন্ট্রোল রুম

Advt

Previous articleসফল অ‍্যাঞ্জিয়োপ্লাস্টি, সুস্থ আছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
Next articleজনসংযোগে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক, পালটা অভিযোগ বিজেপির বিরুদ্ধে