Sunday, November 9, 2025

ভ্যাকসিন পেয়ে হনুমানের ছবি শেয়ার ব্রাজিল রাষ্ট্রপতির, বললেন ‘ধন্যবাদ ভারত’

Date:

রামায়ণের শোনা যায় লক্ষণের জন্য সঞ্জীবনী ঔষধি এনে তাঁর প্রাণ রক্ষা করেছিলেন হনুমান। মারণ করোনা পরিস্থিতিতে ঠিক একই রকমভাবে ব্রাজিলকে করোনা টিকা পাঠিয়েছে ভারত সরকার। কৃতজ্ঞতা স্বরূপ রামায়ণের সেই ঘটনার কথা তুলে ধরলেন ব্রাজিলের রাষ্ট্রপতি। টুইটারে হিন্দিতে ভারতকে ‘ধন্যবাদ’ জানানোর পাশাপাশি রামায়ণের বীর হনুমানের সেই ছবিও তুলে ধরলেন বলসোনারো(Jayar bolsonaro)।

ভারতের দুটি করোনা টিকা(covid vaccine) প্রস্তুত হয়ে যাওয়ার পরই ব্রাজিলবাসীর জন্য সেই টিকা পেতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট(Brazil president) জায়ার বলসোনারো। পর্যাপ্ত অনুমোদন মেলার পর অবশেষে শনিবার সকালে টিকা পৌঁছে যাওয়ার কথা রয়েছে ব্রাজিলে। অবশ্য তার আগেই শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ টুইট করে ভারতকে ধন্যবাদ জানান ব্রাজিল প্রেসিডেন্ট। সঞ্জীবনী ঔষধি নিয়ে ফেরা হনুমানের ছবি শেয়ার করেন তিনি, যেখানে হিন্দিতে লেখা ‘ধন্যবাদ ভারত’। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ব্রাজিল এই উদ্যোগে সামিল হয়ে এক আন্তর্জাতিক বাধা দূর করার জন্য নিজেকে তার অংশীদার হতে পেরে সম্মানিত বোধ করছে। ভারত থেকে ব্রাজিলে টিকা পাঠিয়ে আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন:‘চোখের সামনে আগুনে জ্বলছিলেন নেতাজি’, বিমান দুর্ঘটনা ও কর্নেল হাবিবুরের বয়ান

ব্রাজিল রাস্ট্রপতির এই টুইটের পর প্রত্তুত্তর দিতে ভোলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘এই সম্মান আমাদের। রাষ্ট্রপতি জায়ার বলসোনারো কোভিড১৯ মহামারীর বিরুদ্ধে একসাথে লড়াই করার জন্য ব্রাজিল এক বিশ্বস্ত অংশীদার হবে এটাই আশা করব। স্বাস্থ্যপরিষেবাকে আরও মজবুত করতে আমরা আমাদের সহযোগিতা জারি রাখবো।’ উল্লেখ্য, শুক্রবার কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লক্ষ ডোজ ব্রাজিলের উদ্দেশে পাঠিয়েছে ভারত সরকার। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানান, শনিবার সকালে প্রথম দফার ভ্যাকসিন পৌঁছে যাবে ব্রাজিলে। ব্রাজিলের উদ্দেশে ভ্যাকসিন পাঠানোর সেই ছবিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version