ভারত-ইংল‍্যান্ড প্রথম দুই টেস্টে নিষিদ্ধ দর্শক প্রবেশ

ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল‍্যান্ড ( india vs englan) সিরিজ। প্রথম দুই টেস্ট ম‍্যাচ ফাঁকা স্টেডিয়ামেই খেলা হবে। এমনটাই জানাল বোর্ড। ৫ তারিখ থেকে চেন্নাইয়ে এম এ চিদম্বরম স্টেডিয়ামে ( m a chidambaram stadium) বসতে চলেছে প্রথম দুই টেস্ট সিরিজের আসর। সেখানেই দর্শক প্রবেশের অনুমতি দিল না বোর্ড। ২৭ জানুয়ারি মধ‍্যে দুই দলের ক্রিকেটাররা পৌঁছে যাবেন চেন্নাই।

এখনও করোনার ( corona) হাত থেকে রক্ষা পায়নি গোটা বিশ্ব। সেই করোনার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। এদিন তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সচিব আর ভি রামস্বামী বলেন, “বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০ জানুয়ারি সংস্থার সমস্ত সদস্যদের কাছে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বোর্ডের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এদিন বিজ্ঞপ্তিতে বলা হয় যে,” করোনা অতিমারির কথা মাথায় রেখে আসন্ন ভারত-ইংল‍্যান্ড প্রথম দুই টেস্টে দর্শক প্রবেশে অনুমতি দেওয়া হল না। খেলোয়ারদের নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। ফলে দুই টেস্ট হবে রুদ্ধদ্বার। অর্থাৎ দর্শকতো বটেই, কোন অতিথি বা সাব-কমিটির কোন সদ‍স‍‍্যরাও প্রবেশ করতে পারবেন না।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস