Wednesday, November 12, 2025

বারবার বাংলায় উক্তি, ২৩ জানুয়ারি ‘জাতীয় ছুটি’র ঘোষণা নেই প্রধানমন্ত্রীর ভাষণে

Date:

বারবার বাংলায় উক্তি, কবিতা এবং গান উদ্ধৃত করে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে বাঙালির সেন্টিমেন্ট ধরতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বললেন, “বাংলা আমাদের দেশপ্রেম শিখিয়েছে। বাংলা থেকেই জাতীয় সঙ্গীত পেয়েছি”। কিন্তু এই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করার কোন উদ্যোগ নিলেন না মোদি।

শনিবার দুপুরে কলকাতায় (Kolkata) এসে প্রথমেই প্রধানমন্ত্রী যান নেতাজি ভবনে। সেখান থেকে জাতীয় গ্রন্থাগারে সংক্ষিপ্ত অনুষ্ঠান সেরে তিনি পৌঁছে যান ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial)। সেখানে ঘুরে দেখেন প্রদর্শনী। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী।

নেতাজির নামাঙ্কিত প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নেতাজির 125 তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ মুদ্রা এবং ডাকটিকিটের উদ্বোধন করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, “নেতাজির নাম শুনলেই আবেগতড়িত হয়ে পড়ি”। তিনি নেতাজির মাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নেতাজিকে উদ্ধৃত করে তিনি বলেন, বিশ্বে এমন কোনও শক্তি নেই যে ভারতকে পরাধীন করে রাখতে পারবে।

মোদি বলেন, এই বাংলাই ছিল নেতাজির কর্মভূমি। তার আদর্শেই আত্মনির্ভর হয়ে যুবসমাজকে এগিয়ে যেতে হবে। সুভাষচন্দ্র বসু (Subhash Chandra Basu) পরাক্রম ও প্রেরণার প্রতীক। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর পরাক্রম দিবস পালিত হবে।

ভাষণের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন বলে সম্বোধন করেন মোদি। বাংলা ও বাঙালির স্তুতি শোনা যায় বারংবার। যদিও নেতাজির জন্মদিনে কোনও জাতীয় ছুটি ঘোষণা করেননি তিনি।

আরও পড়ুন:মুজিববর্ষে ঘর উপহার পেলেন ৬৬ হাজার গৃহহীন

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version