Thursday, August 28, 2025

সুপারি কিলার দিয়ে ৪ কৃষক নেতাকে খুনের ষড়যন্ত্র! চাঞ্চল্য মুখোশধারীর বয়ানে

Date:

তিন কৃষি আইন (Firm Law) বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকারের টানাপোড়েন চলছেই। শুক্রবার রাতে পরিস্থিতি আরও ঘোরালো হল সিংঘু (Singhu) সীমানায়। সূত্রের খবর, সিংঘুতে সমবেত কৃষকরা মুখোশ পরিহিত এক ব্যক্তিকে পাকড়াও করেছে। এরপর আন্দোলনকারী কৃষকরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, চার কৃষক নেতাকে গুলি করার সুপারি দেওয়ার পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের দিন (Republic Day) রাজধানী দিল্লিতে (Delhi) কৃষকদের সমাবেশ বানচাল করার দায়িত্ব দিতে দুটি দল গঠন করা হয়েছে। এর মধ্যে একটি দলের সদস্য সিংঘু সীমানা থেকে হাতেনাতে ধরা পড়া মুখোশ পরিহিত ওই ব্যক্তি।

সূত্রের খবর, শুক্রবার রাতে মুখোশ পরিহিত ওই ব্যক্তিকে পাকড়াও করার পর আন্দোলনরত কৃষকরা সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তি কয়েকজন পুলিশ আধিকারিকের নাম জানিয়েছেন। এও দাবি করেছেন, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের সমাবেশের জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে কৃষক নেতাদের উপর গুলি চালানোর ষড়যন্ত্র করা হয়েছে।

সাংবাদিকদের কাছে মুখোশ পরিহিত অবস্থায় ধরা পরা ওই ব্যক্তি এও দাবি করেন, গত ১৯ জানুয়ারি থেকে তিনি এখানে রয়েছেন। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে আন্দোলনরত কৃষকদের কাছে অস্ত্রশস্ত্র আছে কিনা তার সন্ধান করা।

ধৃত আরও জানিয়েছেন, ২৬ জানুয়ারি সমাবেশ কৃষকরা নিষেধ অমান্য করে ট্র্যাক্টর (Tractor) মিছিল নিয়ে এগিয়ে গেলে তাদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সবমিলিয়ে পরিস্থিতি এখন উত্তপ্ত।

এদিকে কৃষক নেতারা দাবি করেছেন, কৃষকরা এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। আগামী দিনেও আন্দোলন শান্তিপূর্ণভাবে চালানোর পরিকল্পনা রয়েছে। এদিকে মুখোশধারী জানান, টাকার বিনিময়ে কাজ করছেন ওঁরা। এটা জানা দরকার কারা অর্থ জোগাচ্ছে। প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্র্যাক্টর নিয়ে কৃষকদের মিছিল ইতিমধ্যেই ঘোষিত অনুষ্ঠান। তবে দিল্লি পুলিশ ( Delhi Police) এখনও ওই মিছিলের কোনও অনুমতি দেয়নি। আদৌ ট্রাক্টর মিছিলের অনুমতি পুলিশ দেবে কি না তা নিয়ে রয়েছে সংশয়।

আরও পড়ুন-শাহি-সফরে চমক, যেতে পারেন মহারাজের কাছে

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version