Monday, August 25, 2025

বোনকে জড়িয়ে কুমন্তব্য, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কড়া জবাব সৌরভের

Date:

Share post:

অভিনয় জগতের পাশাপাশি সম্প্রতি রাজনীতিতে(politics) পা রেখেছেন সৌরভ দাস(Sourav Das)। তবে রাজনীতিতে পা রাখার পরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জনপ্রিয় এই ‘মন্টু পাইলট’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে নিজের জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সৌরভ। এবং বাঁ হাতে জড়িয়ে রয়েছেন একজন মহিলাকে। ভিডিওটিতে গোল করে দেখানো হচ্ছে সৌরভের হাত। যেটি তখন ওই মহিলার বুকের কাছে অবস্থিত। আর এই ভিডিওকে তুলে ধরেই সৌরভের চরিত্র বিশ্লেষণে নেমেছেন নেটিজেনরা। সৌরভকে লক্ষ্য করে ধেয়ে আসতে শুরু করে একের পর এক কটাক্ষ।

এই ঘটনার ঠিক পরে নেটিজেনদের মুখের মত জবাব দিয়ে পাল্টা একটি ভিডিও পোস্ট করেন সৌরভ। এবং ব্যাখ্যা দেন আসলে কী হয়েছিল। সৌরভ জানান, ‘ওটা ছোট ছবি দেখেছিলে এবার বড় করে দেখো।’ সৌরভের কথায়, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে আমার বোন, পাশে বাবা দাঁড়িয়ে রয়েছেন। ভিডিওর ব্যাখ্যায় সৌরভ জানিয়েছেন, তার জন্মদিনে অনুগামীরা বড় করে সেলিব্রেট করছিল। তাতেই আবেগঘন হয়ে পড়েন তিনি। চোখের জল ধরে রাখতে পারেননি সৌরভ, বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন ‌। কেঁদে ফেলে তাঁর বোনও। তখন বোনকে জড়িয়ে ধরে এই আবেগঘন মুহূর্ত পরিবারের সঙ্গে ভাগ করে নেন সৌরভ।

আরও পড়ুন:“জয় শ্রীরাম” স্লোগানের বিরোধিতায় মুখ্যমন্ত্রীর পাশে অধীর চৌধুরী

তবে সৌরভ গোটা ঘটনার ব্যাখ্যা দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এহেন নোংরা কটাক্ষের তীব্র বিরোধিতা করেছে বহু মানুষ। তবে সৌরভের ব্যাখ্যাতেও বিতর্ক কিন্তু থামেনি। অনেকেই বলেছেন বোন হলেও তাকে কি এভাবে জড়িয়ে ধরাটা কখনই ঠিক নয়। এদিকে সৌরভের তৃণমূল যোগের পর ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অভিসন্ধিতে কেউ বা কারা এই ঘৃণ্য ষড়যন্ত্র করছে বলে অনুমান করছে সৌরভের ঘনিষ্ঠ মহল। এদিকে সৌরভের এই ভিডিও দেখার পর অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সৌরভের এহেন কাণ্ডকে অত্যন্ত কুরুচিকর বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘বোন হোক বা অন্য কেউ সৌরভ যা করেছেন তা অত্যন্ত অস্বস্তিকর।’

Advt

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...