Monday, August 25, 2025

বোনকে জড়িয়ে কুমন্তব্য, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কড়া জবাব সৌরভের

Date:

অভিনয় জগতের পাশাপাশি সম্প্রতি রাজনীতিতে(politics) পা রেখেছেন সৌরভ দাস(Sourav Das)। তবে রাজনীতিতে পা রাখার পরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জনপ্রিয় এই ‘মন্টু পাইলট’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে নিজের জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সৌরভ। এবং বাঁ হাতে জড়িয়ে রয়েছেন একজন মহিলাকে। ভিডিওটিতে গোল করে দেখানো হচ্ছে সৌরভের হাত। যেটি তখন ওই মহিলার বুকের কাছে অবস্থিত। আর এই ভিডিওকে তুলে ধরেই সৌরভের চরিত্র বিশ্লেষণে নেমেছেন নেটিজেনরা। সৌরভকে লক্ষ্য করে ধেয়ে আসতে শুরু করে একের পর এক কটাক্ষ।

এই ঘটনার ঠিক পরে নেটিজেনদের মুখের মত জবাব দিয়ে পাল্টা একটি ভিডিও পোস্ট করেন সৌরভ। এবং ব্যাখ্যা দেন আসলে কী হয়েছিল। সৌরভ জানান, ‘ওটা ছোট ছবি দেখেছিলে এবার বড় করে দেখো।’ সৌরভের কথায়, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে আমার বোন, পাশে বাবা দাঁড়িয়ে রয়েছেন। ভিডিওর ব্যাখ্যায় সৌরভ জানিয়েছেন, তার জন্মদিনে অনুগামীরা বড় করে সেলিব্রেট করছিল। তাতেই আবেগঘন হয়ে পড়েন তিনি। চোখের জল ধরে রাখতে পারেননি সৌরভ, বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন ‌। কেঁদে ফেলে তাঁর বোনও। তখন বোনকে জড়িয়ে ধরে এই আবেগঘন মুহূর্ত পরিবারের সঙ্গে ভাগ করে নেন সৌরভ।

আরও পড়ুন:“জয় শ্রীরাম” স্লোগানের বিরোধিতায় মুখ্যমন্ত্রীর পাশে অধীর চৌধুরী

তবে সৌরভ গোটা ঘটনার ব্যাখ্যা দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এহেন নোংরা কটাক্ষের তীব্র বিরোধিতা করেছে বহু মানুষ। তবে সৌরভের ব্যাখ্যাতেও বিতর্ক কিন্তু থামেনি। অনেকেই বলেছেন বোন হলেও তাকে কি এভাবে জড়িয়ে ধরাটা কখনই ঠিক নয়। এদিকে সৌরভের তৃণমূল যোগের পর ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অভিসন্ধিতে কেউ বা কারা এই ঘৃণ্য ষড়যন্ত্র করছে বলে অনুমান করছে সৌরভের ঘনিষ্ঠ মহল। এদিকে সৌরভের এই ভিডিও দেখার পর অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সৌরভের এহেন কাণ্ডকে অত্যন্ত কুরুচিকর বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘বোন হোক বা অন্য কেউ সৌরভ যা করেছেন তা অত্যন্ত অস্বস্তিকর।’

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version