Saturday, May 3, 2025

‘নেতাজিরও হয়তো আজ হাজারবার মৃত্যু হত’, টুইট করে বিতর্ক বাড়ালেন সায়নী

Date:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার এক মঞ্চে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে সরকারি অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিস্ফোরক টুইট করলেন অভিনেত্রী সায়নী ঘোষ(Sayani Ghosh)। টুইটারে তিনি লিখেন, ‘নেতাজিরও হয়তো আজ হাজারবার মৃত্যু হত… ধর্মনিরপেক্ষ দেশের ধর্মনিরপেক্ষ নায়ক!’ পাশাপাশি টুইটারে হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন ‘লজ্জিত’। সায়নীর এই টুইটের পর ব্যাপক বিতর্ক শুরু হয়।

কিন্তু কেন হঠাৎ এমন টুইট করলেন অভিনেত্রী? অনুমান করা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সরকারি অনুষ্ঠানে বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই সরব হয়েছেন সায়নী। শনিবার ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেওয়ার সময় জয় শ্রীরাম স্লোগান ওঠে। এরপর অনুষ্ঠানে কোনও বক্তব্য রাখেননি মমতা। নিজেকে অপমানিত বোধ করে মঞ্চ থেকে নেমে আসেন তিনি। এ ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন ওঠে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সরকারি অনুষ্ঠানে কিভাবে আমন্ত্রিত ব্যক্তিরা ধর্মীয় স্লোগান দিতে পারেন? যদিও বিজেপি নেতারা এর মধ্যে ভুল কিছু দেখছেন না। তাদের দাবি, স্বাধীন দেশে স্বাধীন ভাবে এই ধরনের স্লোগান দেওয়ার অধিকার তাদের রয়েছে। মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে টুইটও করেন বিজেপি নেতা তথাগত রায়। তথাগতর ট্যুইটের ঠিক পর এই টুইটটি করেন সায়নী। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:বোনকে জড়িয়ে কুমন্তব্য, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কড়া জবাব সৌরভের

কারণ কিছুদিন আগে টুইটারে রীতিমতো বাকযুদ্ধ হয় তথাগত ও সায়নীর। সায়নী ঘোষের ২০১৫ সালে করা একটি টুইটকে কেন্দ্র করে তোলপাড় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। যেখানে দেখা যায়, শিবলিঙ্গের মাথায় কন্ডোম পরাচ্ছেন এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’। এই টুইট হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত বলে অভিযোগ তোলেন তথাগত। অভিযোগ দায়ের হয় থানায়। অবশ্য সেই সময় সায়নী ঘোষের পাশে দাঁড়াতে দেখা যায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। এহেন অবস্থার মাঝে সায়নীর নতুন টুইট বিতর্কে জন্ম দিল।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version