Sunday, August 24, 2025

‘নেতাজিরও হয়তো আজ হাজারবার মৃত্যু হত’, টুইট করে বিতর্ক বাড়ালেন সায়নী

Date:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার এক মঞ্চে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে সরকারি অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিস্ফোরক টুইট করলেন অভিনেত্রী সায়নী ঘোষ(Sayani Ghosh)। টুইটারে তিনি লিখেন, ‘নেতাজিরও হয়তো আজ হাজারবার মৃত্যু হত… ধর্মনিরপেক্ষ দেশের ধর্মনিরপেক্ষ নায়ক!’ পাশাপাশি টুইটারে হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন ‘লজ্জিত’। সায়নীর এই টুইটের পর ব্যাপক বিতর্ক শুরু হয়।

কিন্তু কেন হঠাৎ এমন টুইট করলেন অভিনেত্রী? অনুমান করা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সরকারি অনুষ্ঠানে বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই সরব হয়েছেন সায়নী। শনিবার ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেওয়ার সময় জয় শ্রীরাম স্লোগান ওঠে। এরপর অনুষ্ঠানে কোনও বক্তব্য রাখেননি মমতা। নিজেকে অপমানিত বোধ করে মঞ্চ থেকে নেমে আসেন তিনি। এ ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন ওঠে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সরকারি অনুষ্ঠানে কিভাবে আমন্ত্রিত ব্যক্তিরা ধর্মীয় স্লোগান দিতে পারেন? যদিও বিজেপি নেতারা এর মধ্যে ভুল কিছু দেখছেন না। তাদের দাবি, স্বাধীন দেশে স্বাধীন ভাবে এই ধরনের স্লোগান দেওয়ার অধিকার তাদের রয়েছে। মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে টুইটও করেন বিজেপি নেতা তথাগত রায়। তথাগতর ট্যুইটের ঠিক পর এই টুইটটি করেন সায়নী। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:বোনকে জড়িয়ে কুমন্তব্য, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কড়া জবাব সৌরভের

কারণ কিছুদিন আগে টুইটারে রীতিমতো বাকযুদ্ধ হয় তথাগত ও সায়নীর। সায়নী ঘোষের ২০১৫ সালে করা একটি টুইটকে কেন্দ্র করে তোলপাড় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। যেখানে দেখা যায়, শিবলিঙ্গের মাথায় কন্ডোম পরাচ্ছেন এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’। এই টুইট হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত বলে অভিযোগ তোলেন তথাগত। অভিযোগ দায়ের হয় থানায়। অবশ্য সেই সময় সায়নী ঘোষের পাশে দাঁড়াতে দেখা যায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। এহেন অবস্থার মাঝে সায়নীর নতুন টুইট বিতর্কে জন্ম দিল।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version