Friday, August 22, 2025

বাস-মিনিবাস সংগঠনের কথা অনুযায়ী ন্যূনতম ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করতে হবে। এর আগেও একাধিকবার পরিবহন দফতরের সঙ্গে বৈঠকে বসেছে সংগঠনগুলি। কিন্তু রফাসূত্র মেলেনি। এরপরই জানুয়ারির শেষ সপ্তাহে টানা তিন দিন ধর্মঘটের ডাক দিয়েছিলেন বাস মালিকরা। সেই ধর্মঘট ঠেকাতে আবারও বৈঠকে বসতে চলেছে পরিবহন দফতর। আজ, রবিবার বিকেল ৩টেয় পরিবহন দফতরের ময়দান টেন্টে এই বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং পরিবহন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা। পরিবহন দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

বাস মালিকরা আগেই ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিলেন। বাসের ভাড়া বাড়াতেই হবে। মঙ্গলবার বাস এবং মিনিবাস মালিকদের বিভিন্ন সংগঠন আগামী ২৮,২৯ এবং ৩০ জানুয়ারি কলকাতাসহ রাজ্যের সমস্ত জায়গায় ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা মূলত কেন্দ্র ও রাজ্যের কাছে দুটি দাবি রেখেছে। প্রথম, পেট্রল-ডিজেলের দামের ওপরে জিএসটি বসাক কেন্দ্র। বিগত দিনগুলিতে দেখা গিয়েছে দাম বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের। প্রত্যেকদিন পেট্রল-ডিজেলের দাম রেকর্ড মাত্রায় বেড়ে চলেছে। সেই কারণেই তাদের কেন্দ্রের কাছে দাবি জিএসটি বসানো হোক পেট্রল-ডিজেলের ওপর। এছাড়া দ্বিতীয়ত, রাজ্য সরকারের কাছে দাবি বাসের ভাড়ার পুনর্বিন্যাস করা হোক। লকডাউনের পরে রাজ্য সরকার তিন সদস্যের কমিটি তৈরি করেছিল। যাদের মূলত কাজ ছিল বাসের ভাড়ার পুনর্বিন্যাস করা। তার পরবর্তী পর্যায়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে বাস মালিকদের বিভিন্ন সংগঠনের দাবি বাসের ভাড়ার পুনর্বিন্যাস করা হোক। বাস মালিকদের বিভিন্ন সংগঠন জানিয়েছে, ৩০ জানুয়ারি মধ্যে কোনও রকম ব্যবস্থা না নিলে পরবর্তী পর্যায়ে ১৫ ফেব্রুয়ারির পর থেকে তারা লাগাতার ধর্মঘটের পথে নামবে।

আরও পড়ুন-আকাশবাণী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version