৭৭টি আসনে রফা বাম-কংগ্রেসের: কে কটা আসনে প্রার্থী দেবে?

দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। কিন্তু এখনও আসন রফা চূড়ান্ত করতে পারল না বাম-কংগ্রেস (Left-Congress)। শাসক তৃণমূল (Tmc) এবং বিরোধী বিজেপির (Bjp) বিরুদ্ধে লড়তে এ বার জোট বেঁধেছে অতীতের যুযুধান দুই দল। তবে দফায় দফায় বৈঠকের পরেও সোমবার 294টির মধ্যে মাত্র ৭৭টি আসনে (Seat) রফা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, জট খুলতে কিছুটা নমনীয় বামফ্রন্ট। প্রথম দফার বৈঠকে কংগ্রেসের দাবি মানতে পারেনি বামেরা। তবে এখন যে তারা নমনীয় জট খোলাতেই তা স্পষ্ট।

সোমবার, আলোচনায় ৭৭টি আসন নিয়ে রফা সূত্রে পৌঁছতে পেরেছেন বাম-কংগ্রেস নেতৃত্ব। ২০১৬-র নির্বাচনে যে সব কেন্দ্র জোটের পক্ষে এসেছিল, সেই সব কেন্দ্রে যারা প্রার্থী দিয়েছিল, এবার তারাই প্রার্থী দেবে। সেই প্রেক্ষিতেই বামফ্রন্ট ৩৩টি ও কংগ্রেস ৪৪টি আসনে প্রার্থী (Candidate) দেবে।

কিন্তু বাকি ২১৭টি আসনের রফাসূত্র কবে হবে? সেটা খুঁজতে ফের ২৮ জানুয়ারি বৈঠকে বসবে বাম-কংগ্রেস। ওইদিনই আসনরফা চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে দুই শিবির।

ইতিমধ্যেই দেরি হয়ে গিয়েছে। কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধী (Sonia Gandhi) নির্দেশ দিয়েছিলেন, যেভাবেই হোক এই মাসের মধ্যে আসন রফা চূড়ান্ত করে প্রচারের কাজে নেমে পড়তে হবে। সেই নির্দেশ অনুযায়ী 28 তারিখ আসন রফা চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে।

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) জানান, যদি কোনও আসন নিয়ে কোনও সমস্যা থাকে, তবে তা নিয়ে পয়লা ফেব্রুয়ারি ফের বৈঠকে বসবে দুই দল। এদিন কংগ্রেসের সঙ্গে আলোচনায় আগে বামফ্রন্টের তরফে আলাদা বৈঠক হয়। সূত্রের খবর, জানুয়ারি আসন রফা চূড়ান্ত করতে চাইছেন বাম নেতৃত্বও।

আরও পড়ুন- বিজেপি-সঙ্গ! নদিয়ার পার্থ’কে সরানো হলো তৃণমূলের পদ থেকে

Advt

Previous articleবিজেপি-সঙ্গ! নদিয়ার পার্থ’কে সরানো হলো তৃণমূলের পদ থেকে
Next articleসুখবর, সর্বসাধারণের জন্য ১০ ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠ