Thursday, August 28, 2025

রাজনীতির মাধ্যমেই জবাব দেব: ভিক্টোরিয়া-কাণ্ডে মন্তব্য মমতার

Date:

২৩ জানুয়ারি ঘটনার পর প্রথম জনসভা করতে গিয়ে পুরশুড়ায় সেদিনের ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির (Netaji) ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলতে ওঠার সময় “জয় শ্রী রাম” ধ্বনি ওঠা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন ধর্মান্ধ আমায় টিজ করছে”। এরপরই মমতা বলেন, “‌নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সবার নেতা। সারা দেশের, সারা বিশ্বের নেতা তিনি। তাঁর জন্মদিনের অনুষ্ঠানে গেলাম। এত বড় সাহস আমায় ডেকে নিয়ে গিয়ে অপমান করেছে। আমায় বন্দুক দেখালে আমি বন্দুকের সিন্দুক দেখিয়ে দিই”। মুখ্যমন্ত্রী বলেন, “তুমি যদি নেতাজি-নেতাজি করতে আমি তাহলে তোমাকে স্যালুট করতাম”। তাঁর মতে, নেতাজিকে নিয়ে অনুষ্ঠানে এই আচরণ নেতাজিকেই অপমান। মুখ্যমন্ত্রী বলেন, “আমি বন্দুকে বিশ্বাস করি না, রাজনীতিতে বিশ্বাস করি। রাজনীতি দিয়ে আমি এর জবাব দেবই।’

সেইসঙ্গে জানিয়ে দেন, বাইরের গুন্ডাদের ঢুকতে দেওয়া হবে না। মমতার অভিযোগ, সিপিএম (Cpim) আর কংগ্রেসের (Congress) মদতে এসেছে বিজেপি (Bjp)।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি ভোটে জিততে টাকাপয়সা ছড়াচ্ছে। তিনি বলেন, “বিজেপি টাকা দিলে টাকা নিয়ে মাংস-ভাত খান। ভোটের বাক্সে গিয়ে ভোটটা উল্টে দিন”। বিজেপি বর্ধমানে নিজেদের পার্টি অফিসে আগুন জ্বালাচ্ছে, ব্যারাকপুরেও গোলমাল বলে অভিযোগ তোলেন মমতা।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি ফেক নিউজ ছড়াচ্ছে, ফেক ভিডিও তৈরি করছে। ‘মিথ্যেবাদী-ফেক দল’ বলেও গেরুয়া শিবিরকে দিন কটাক্ষ করেন মমতা।

সায়নী ঘোষ (Sayani Gosh) এবং দেবলীনা দত্তর (Debolina Dutta) হেনস্থার বিষয়ও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অভিনেত্রীদের হুমকি দেওয়া হচ্ছে তাঁরা রাজ্যের বাইরে গেলে রেপ করে দেওয়া হবে। তৃণমূল (Tmc) নেত্রী হুঙ্কার দিয়ে বলেন, ক্ষমতা থাকলে বাংলার মেয়েদের গায়ে হাত দিয়ে দেখাও বুঝিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় কী, পশ্চিমবঙ্গ কী”। বিজেপিকে প্রতিরোধ করতে বাংলার মা-বোনেদের প্রথম সারিতে এগিয়ে আসার আহ্বান জানান মমতা।

আরও পড়ুন-বেইমানদের আর দলে ঢুকতে দেব না: পুরশুড়ায় সাফ জানালেন তৃণমূল নেত্রী

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version