Wednesday, August 27, 2025

বারবার বৈঠকেও মেলেনি সমাধান সূত্র, কৃষি আইন বাতিল করা নিয়ে এবার মোদির মাকে চিঠি এক কৃষকের

Date:

বারবার কেন্দ্র-কৃষক বৈঠক করে মেলেনি রফাসূত্র। কৃষি আইন প্রত্যাহার করার কোনও সিদ্ধান্ত নেয়নি মোদি সরকার। তাই বাধ্য হয়ে পাঞ্জাবের এক কৃষক এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে চিঠি লিখেছেন। তাঁর বক্তব্য, মাকে উপেক্ষা করা যায় না। তিনি চিঠিতে লিখেছেন, “সন্তানের কাছে মা হল ভগবান। ওঁকে বলুন কৃষি আইন প্রত্যাহার করে নিতে। আমরা আশাবাদী উনি আপনার কথা শুনবেন।”

কৃষি পণ্য উৎপাদন ও বিপণন আইন, কৃষকদের (ক্ষমতায়ণ ও সুরক্ষা) মূল্য নিশ্চিতকরন এবং কৃষি পরিষেবা চুক্তি আইন, ও অত্যাবশকীয় পণ্য সংশোধনী আইন এই তিন কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে পাঞ্জাবের কৃষক হরপ্রীত সিং চিঠি লিখলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি। ওই কৃষক চিঠিতে লিখেছেন, অত্যন্ত কষ্ট নিয়ে আপনাকে এই চিঠি লিখছি। যারা দেশ তথা সারা বিশ্বের অন্নদাতা তাঁরা প্রচন্ড ঠান্ডায় বাধ্য হয়ে দিল্লির আন্দোলন করছেন। শুধুমাত্র ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা।”

ওই কৃষক চিঠিতে আরও লেখেন, “৯০-৯৫ বছরের বৃদ্ধ থেকে শিশু, মহিলারা এই আন্দোলনে সামিল হয়েছেন। শীতের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। এমনকি অনেকে আন্দোলন করতে গিয়ে শহীদও হয়েছেন। আপনার ছেলে প্রধানমন্ত্রীকে বলুন এই ৩ আইন বাতিল করতে। আপনি একজন মা। আপনার সন্তান দেশের প্রধানমন্ত্রী। তিনি নিশ্চয়ই আপনার কথা ফেলতে পারেবন না। কারণ সন্তানের কাছে তাঁর মা হল ভগবান। ওঁকে বলুন এই ৩ আইন প্রত্যাহার করতে। আমরা আশাবাদী উনি আপনার কথা শুনবেন। সারা দেশ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। দেশবাসীর কাছে বড় জয় হবে সেটা।”

গত বছর সেপ্টেম্বর মাসে পাশ হয় ৩ কৃষি আইন। আর তারপর থেকে কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে উত্তাল হতে থাকে দেশ। গত ২৬ নভেম্বর দিল্লির সিঙ্ঘু সীমান্তে আন্দোলনে বসেন কৃষকরা। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠক হলেও আইন প্রত্যাহার করা নিয়ে কিছুই জানায়নি কেন্দ্র।

আরও পড়ুন-‘বাবরি মসজিদ ধ্বংস এক ঐতিহাসিক ভুলের সমাপ্তি’, বিতর্ক বাড়ালেন জাভড়েকর

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version