Sunday, November 16, 2025

“দাদা আমি সাতে পাঁচে”র প্যারডিতেই রুদ্রনীলকে খোঁচা অনিকেতের

Date:

নিপাট গা বাঁচানো মধ্যবিত্ত বাঙালিকে ঠুকে লকডাউনে (Lockdown) কবিতা লিখে নিজেই তো আবৃত্তি করেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। সেই আবৃত্তি দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তবে সম্প্রতি তাঁর রাজনৈতিক অবস্থান ঘিরে সেই কবিতায় রুদ্রনীলের বিরুদ্ধেই বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে। এবার সেই কবিতার প্যারোডি করে রুদ্রনীলকেই ঠুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় (Aniket Chatterjee)। প্রথমে রুদ্রনীল ছিলেন বামে। তারপর এসেছিলেন বর্তমান শাসকদলে। সেখানে রীতিমতো সরকারি পদ পেয়েছিলেন। সম্প্রতি তিনি গেরুয়ার দিকে ঝুঁকে বিজেপি (Bjp) নেতাদের সঙ্গে বৈঠক করছেন। ভিক্টোরিয়ায় (Victoria) গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই পরিবর্তনকেই তীব্র কটাক্ষ করে কবিতা পোস্ট করলেন পরিচালক অনিকেত।

সেখানে অনিকেত লিখছেন, “দাদা আমি সাতে পাঁচে থাকি না। লালবাতি গাড়ি চাই। 3 লাখি পদ চাই। সে সব তো ছাড়তেই পারি না। দাদা আমি সাতে পাঁচে থাকি না। তবে দেখেছি অনেক ভেবে, কী কোথায় পাওয়া যাবে, সে হিসেবের শেষে সে গোয়ালে কে কে যাবে, যদি লাভ থাকে সে হিসেবে, সেই সুযোগ কভু আমি ছাড়ি না। দাদা আমি সাতে পাঁচে থাকি না।”

এরপরে অনিকেত লিখছেন, দাদা আমি সাতে পাঁচে থাকি না। লালে লাল উড়িয়েছি নট বিপ্লবী। দিদির আচল ধরে বাগিয়েছে সবই। এবার গেরুয়া ধরে এমপি হবই আমি। আহা! দেব হতে সাধ কি মোর জাগে না? দাদা আমি সাতে পাঁচে থাকি না”। যেভাবে রুদ্রনীলের কবিতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, ততই দ্রুত ভাইরাল হচ্ছে অনিকেত চট্টোপাধ্যায়ের এই প্যারোডিও। অনেকেই তাঁর পোস্টের তলায় রুদ্রনীলের প্রতি তীব্র কটাক্ষ এবং সমালোচনা করে অনিকেতের পক্ষ নিয়ে পোস্ট করছেন।

আরও পড়ুন:লালকেল্লায় কৃষক আন্দোলনের পতাকা ওড়ানোর সমালোচনা, কী বললেন কৃষক নেতারা?

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version