Tuesday, August 26, 2025

পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ধর্মনারায়ণ বর্মা, উচ্ছ্বাস কোচবিহারে

Date:

পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন উত্তরবঙ্গের গৌরব ধর্মনারায়ণ বর্মা। তিনি তুফানগঞ্জ ২ ব্লকের বারোকোদালী ১ গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামের বাসিন্দা। ১৬ টি বই লিখেছেন তিনি। কামতাপুরী ভাষার ওপরে দীর্ঘদিন গবেষণা করেছেন ধর্মনারায়ণ বর্মা। বাবা ছিলেন দেবশর্মা বর্মা এবং মা ছিলেন মান্দল দেবী।

১৯৩৫ সালের ১০ নভেম্বরে তাঁর জন্ম। তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ১৯৫১ সালে মেট্রিকুলেশন পাশ করেন তিনি। এর পরেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার জন্য যান কোচবিহার ভিক্টোরিয়া কলেজে। সেখান থেকে আইএ এবং বিএ পাশ করেন। ১৯৫৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এমএ করেন। সেখানে কিছুদিন শিক্ষকতা করার পর ফিরে আসেন তুফানগঞ্জে।
তুফানগঞ্জে এসেই কামতাপুরী ভাষায় গবেষণা শুরু করেন। ভাষা গবেষণাতেই তার পরিচিতি বাড়তে থাকে। একধারে গবেষক এবং লেখক হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেন। তার লেখা বইগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কামতাপুরী ভাষা সাহিত্যের রূপরেখা, মহাবীর চিলা রায়, মহারাজা নরনারায়ণ, এ ষ্টেপ টু কামতাবিহারি ল্যাঙ্গুয়েজ, কামতাবিহারি ভাষার ব্যাকরণ ইত্যাদি। পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় খুশি উত্তরের রাজবংশী সম্প্রদায়।

এই প্রথম রাজবংশী সম্প্রদায়ের গবেষক পদ্মশী পাওয়ায় খুশিতে মেতেছে তুফানগঞ্জ। সকালে থেকে বাড়িতে ভিড় করেছেন গুণগ্রাহীরা। বিভিন্ন সংস্থা ও রাজবংশী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে হাজির হন৷

আরও পড়ুন-পদ্মশ্রী পুরষ্কার পাচ্ছেন মৌমা, মেয়েকে উৎসর্গ করলেন তিনি

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version