Saturday, January 10, 2026

সাংবাদিক বৈঠক করে দুটি পদ ছাড়লেন ‘অভিমানী’ প্রবীর

Date:

Share post:

কোন্নগরে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের কোর কমিটি ও জেলা মুখপাত্রের পদ ছাড়লেন বিধায়ক প্রবীর ঘোষাল। মঙ্গলবার, বেলা সাড়ে বারোটা নাগাদ উত্তরপাড়ার (Uttarpara) তৃণমূল (Tmc) বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal) সাংবাদিক বৈঠক করেন। বেশকিছু দিন ধরেই দলের বিরুদ্ধে মুখ খুলে বেসুরো ছিলেন তিনি। সোমবার, মুখ্যমন্ত্রীর পুরশুড়ার (Pursura) অনুপস্থিত ছিলেন প্রবীর ঘোষাল। এরপরেই বিজেপি যোগের জল্পনা উঠেছিল রাজনৈতিক মহলে। তবে এদিন সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার কোন কথা জানাননি ‘অভিমানী’ বিধায়ক।

সাংবাদিক বৈঠক করে তৃণমূল দলের কোর কমিটি (Core Commitee) ও দলের মুখপাত্র পদ ছেড়ে দেন প্রবীর ঘোষাল। পদ ছাড়ার আগে ও পরে দলের বিরুদ্ধে ক্ষোভ-অভিমান উগরে দেন বিধায়ক। তিনি বলেন সাধারণ মানুষের কথা ভেবে বিধায়ক পদ এখন ছাড়ছেন না।তাঁর দলের কাজকর্মে তাঁকে ডাকা হচ্ছেনা। দলে ঝগড়া দিন দিন বেড়েই চলেছে দলের একাংশ বিধায়ককে কাজ করতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন প্রবীর ঘোষাল। তিনি বলেন দলের শুদ্ধিকরণ দরকার।

হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক না পাওয়া নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক প্রবীর ঘোষাল। কলেজের নয়া ভবন উদ্বোধন করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Benarjee)। প্রবীর ঘোষাল জানান, অনুষ্ঠানে কেউ আমন্ত্রণ জানায়নি। এমনকী আমন্ত্রণ পত্রেও তাঁর নাম নেই বলে আক্ষেপ করেন প্রবীর।

পদ ছাড়ার পর দলের বিরোদ্ধে আরও বিস্ফোরক হয়ে ওঠেন প্রবীর ঘোষাল। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) হয়েও সাওয়াল করেন তিনি। এদিন দলের পদ ছাড়ার পর এখন দল ছাড়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

এদিকে প্রবীর ঘোষাল পদ ছাড়ার পরেই তাঁর বিধায়ক অফিসের সামনে ‘গদ্দার হটাও’ স্লোগান ওঠে।

আরও পড়ুন-রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডের কুচকাওয়াজে নেতাজিকে শ্রদ্ধার্ঘ

Advt

spot_img

Related articles

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...