আইপিএলের কারণে সম্ভবত পিছিয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল

সম্ভবত পিছিয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ( world test championship) ফাইনাল । আইপিএলের ( ipl) সঙ্গে যাতে কোন সংঘাত না হয় , সেই কারণে এমনই সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি( icc)। জানাল এক সংবাদ সংস্থা।

প্রথমে ঠিক ছিল যে ১০ জুন থেকে ১৪ জুন লর্ডসে হবে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু পরে আইপিএলের কারণে তা পিছিয়ে করা হল ১৮ জুন থেকে ২২ জুন। ২৩ জুন রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ২০২১ আইপিএলের ফাইনালে সঙ্গে যাতে কোন সংঘাত না হয়,তাই এমন সিদ্ধান্ত নিল আইসিসি। এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে আইপিএল। করোনার কারণে ২০২০ আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ২০২১ সালে এপ্রিল মাস থেকেই শুরু হবে আইপিএল, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

আইসিসি-র এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার, যে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে ক্রমশ জায়গা পাকা করে নিচ্ছে আইপিএল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। এরপর রয়েছে অস্ট্রেলিয়া , ইংল্যান্ড।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Previous articleস্বপনকান্তির বাড়িতে অনুব্রত, পার্থকে দল থেকে ছেঁটে ফেলে কড়া বার্তা তৃণমূলের
Next articleআব্বাসের সঙ্গে জোটে যেতে মরিয়া বামেরা বারবার বৈঠকে