Monday, August 25, 2025

রাজ্যের ১০ কোটি মানুষকেই স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে- দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির সার্বিক সাফল্য নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন রাজ্যের সব জেলাশাসক ও পুলিস সুপারের সঙ্গে নবান্নে (Nabanno) ভার্চুয়াল বৈঠকে বসেন মমতা। ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ নামে দুটি বই প্রকাশ করেন তিনি।

সরকারের ‘দুয়ারে সরকার’ (Duware Sarkar) কর্মসূচিতে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প সবচেয়ে সফল। এ বিষয়ে মমতা বলেন, পাঁচ লাখ টাকা মূল্যের ক্যাসলেস স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে রাজ্য সরকার। এগুলো বেসরকারি হাসপাতালেও প্রযোজ্য। প্রতিবছর চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা করে পাওয়া যাবে। ১০ কোটি মানুষকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আনা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

সম্প্রতি জানা গিয়েছে, ১০০ দিনের কাজে দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ (West Bengal)। এই দিনের বৈঠকে ফের একবার একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ৬৪ লাখ পরিযায়ী শ্রমিক কাজ পেয়েছেন। প্রায় চার লক্ষ পরিযায়ী শ্রমিককে নতুন জব কার্ড (Job card) দেওয়া হয়েছে। রাজ্যে ৩৬ কোটি কর্মদিবস তৈরি হয়েছে।

আরও পড়ুন:ফের অসুস্থ মহারাজ, বৃহস্পতিবার অ্যাঞ্জিয়োগ্রাম

বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সব পুরকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে। চিঠি দিয়ে তাদের টিকা দেওয়ার কথা জানিয়েছেন মমতা।

এদিন ‘চোখের আলো’ প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত ব্লকে ৫০,০০০-এর বেশি চশমা বিতরণ কর্মসূচিরও সূচনা করেন মুখ্যমন্ত্রী।

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version