Monday, August 25, 2025

জোরকদমে যুদ্ধের প্রস্তুতি! আন্দামান সাগরে একযোগে মহড়ায় স্থল-বায়ু-নৌসেনা

Date:

সীমান্ত সংঘাত ক্রমশ বেড়ে চলছে। একদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের(Pakistan) সঙ্গে যোগ হয়েছে চিনের(China) লালফৌজ। দুই শত্রুকে উচিত শিক্ষা দিতে এবার প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় সেনা(Indian army)। নিজেদের রণকৌশল আরও একবার ঝালিয়ে নিতে আন্দামান সাগরে যৌথ মহড়া শুরু করল ভারতীয় নৌসেনা, স্থল সেনা এবং বায়ুসেনা।

সেনা সূত্র খবর, গত সোমবার থেকে আন্দামান সাগরে শুরু হয়েছে এই যুদ্ধ মহড়া। এখানে স্থল, নৌ এবং বায়ু সেনার পাশাপাশি মহড়ায় অংশ নিচ্ছে উপকূলরক্ষী বাহিনীও। যৌথ এই মহড়ার নাম ‘কবচ’। এছাড়াও ‘অ্যামফেক্স-২১′ নামে আরও একটি মহড়া শুরু হয়েছে। এই আয়োজনের প্রধান উদ্যোক্তা আন্দামান ও নিকোবর কমান্ড (এএনসি)৷ সেনা সূত্রের খবর, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ভারতীয় সেনার তিনটি বাহিনীর মধ্যে সমন্বয় আরও মজবুত করে শত্রুর বিরুদ্ধে লড়াই করা। জানা যাচ্ছে এই যুদ্ধ মহড়া ফলে একে অপরের মধ্যে তথ্য আদান-প্রদান, সেনা মোতায়েন ও রণকৌশলে সমন্বয় আনা সম্ভব হবে। সংবাদমাধ্যম সূত্রের খবর, আন্দামান ও নিকোবার দ্বীপে ‘AMPHEX-21’-এ অংশ নেয় রণতরী, যুদ্ধবিমান ও সেনার সাদার্ন কমান্ডের অ্যাম্ফিবিয়াস ব্রিগেড।

আরও পড়ুন:পার্টি অফিস নিয়ে হরিনাভিতে বিজেপির দু’গোষ্ঠীর সংঘর্ষ, দর্শক দিলীপ ঘোষ

প্রসঙ্গত গত কয়েক মাস ধরে লাগাতার ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হবে তার কোনো সমাধান মেলেনি। এরইমাঝে সম্প্রতি উত্তর সিকিমের নাথুলা সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টা করে লালফৌজ। যদিও তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে ভারতীয় জওয়ানরা। পূর্বেও চিনের এহেন আগ্রাসন একাধিকবার নজরে এসেছে সীমান্তে। ফলস্বরূপ আগাম প্রস্তুতি নিয়ে রেখে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করতে আগেভাগে মাঠে নামলো ভারতীয় সেনা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version