Monday, August 11, 2025

মুঙ্গেরে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত বিজেপির মুখপাত্র

Date:

দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিহার(Bihar) বিজেপির(BJP) মুখপাত্র আজমর শাম্সি(Ajmar Shamsi)। বুধবার ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গেরে(Munger)। জানা গিয়েছে, জামালপুরের ইভিনিং কলেজের পাশে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হামলা চালায় আজমরের উপর। তথ্য অনুযায়ী ওই বিজেপি নেতার বাগানে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়, এরপর সেখান থেকে পাটনা হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে তাঁকে।

সংবাদমাধ্যমের সামনে আজমর শাম্সির গাড়ির চালক জানান, প্রতিদিনের মতো বুধবার সকাল ১১ টায় আজমরকে নিয়ে জামালপুর কলেজ পৌঁছান তিনি। কিন্তু কলেজ গেটের সামনে পড়ুয়াদের ভিড় জমায় গেটের পাশেই গাড়ি থেকে নেমে পড়েন আজমর। সেখানেই গাড়ি পার্ক করার নির্দেশ দেন তিনি। তখনই গুলি চলার আওয়াজ পাওয়া যায়। আতঙ্কে পড়ুয়ারা ছোটাছুটি শুরু করলে দেখা যায়, গুলি খেয়ে মাটিতে পড়ে রয়েছেন আজমর। পড়ুয়াদের সাহায্য নিয়েই তড়িঘড়ি তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:কৃষক বিক্ষোভ কি পূর্বপরিকল্পিত? উঠছে প্রশ্ন

ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা ওই ভিড়ের মধ্যে ছিল তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। বিজেপি মুখপাত্রের পরিজন, ড্রাইভারসহ ঘটনাস্থলে উপস্থিত পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে শীঘ্রই দোষীদের খুঁজে বের করা হবে।

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version