Saturday, May 3, 2025

আন্দোলনের বদনাম করতেই বিজেপির লোক ঢুকিয়ে লালকেল্লা কাণ্ড, তোপ কৃষক নেতাদের

Date:

Share post:

কৃষি আইন (farm laws) বাতিলের (repeal) দাবিতে কৃষকদের ট্রাক্টর মিছিলকে (tractor rally) কেন্দ্র করে দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতির (violence) পিছনে বড় কোনও ষড়যন্ত্র (conspiracy) আছে বলে মনে করছেন কৃষক নেতারা (farmers leaders)। বিশেষত, লালকেল্লায় (red fort) ঢুকে একদল যুবক নজিরবিহীনভাবে যে কাণ্ড ঘটায় এবং কৃষক আন্দোলনের নাম করে লালকেল্লার গম্বুজে চড়ে পতাকা লাগায় তা পরিকল্পিতভাবে করা হয়েছে বলে মনে করছেন তাঁরা। বস্তুত লালকেল্লার ঘটনা নিয়ে সর্বস্তরেই সমালোচনার মুখে পড়তে হয়েছে কৃষক সংগঠনকে। কিন্তু সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, লালকেল্লায় কোনও কর্মসূচি তাঁদের ছিল না। কৃষক আন্দোলনকে বদনাম করতে এবং আন্দোলনকারীদের মূল দাবিদাওয়া থেকে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতে প্রজাতন্ত্র দিবসে তাঁদের কর্মসূচিতে পরিকল্পিতভাবে অশান্তি পাকানো হয়েছে। বিজেপি ও আরএসএসের এজেন্টরা আন্দোলনে ঢুকে গিয়ে প্ররোচনা ছড়িয়ে তাণ্ডব করেছে। কৃষক নেতাদের এই দাবির পক্ষে কিছুটা প্রমাণও মিলেছে। যে ব্যক্তিকে মঙ্গলবার লালকেল্লা কাণ্ড সংগঠিত করে উত্তেজনা ছড়াতে দেখা গিয়েছে, তাঁর নাম দীপ সিধু (deep sidhu)। এই ব্যক্তিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (shah) সঙ্গে ছবিতেও দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ ও দীপ সিধুর পরিচয় সামনে আসার পর প্রশ্ন উঠছে, কৃষক আন্দোলনকে হেয় প্রতিপন্ন করে আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্ষোভ জাগিয়ে তুলতেই কি গেরুয়া শিবির থেকে তাণ্ডবের পরিকল্পনা হয়?

কে এই দীপ সিধু? পাঞ্জাবের এই ব্যক্তি মডেলিংয়ের পাশাপাশি ২০১৫ সাল থেকে পাঞ্জাবি সিনেমায় কাজ করছেন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সিধুর একের পর এক ছবি পোস্ট এবং রি-পোস্ট হতে থাকে। তারই একটি ছবিতে দেখা গিয়েছে, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তথা অভিনেতা সানি দেওলের প্রচারসঙ্গী হিসেবে ঘুরে বেড়াচ্ছেন সিধু। গুরুদাসপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সানি। অন্য একটি টুইটে সানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশেও সিধু রয়েছেন। ইউটিউবার ধ্রুব রাঠী সেই ছবিটি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন সিধুর পাশে। এই দু’টি ছবিই টুইট করেছেন আইনজীবী প্রশান্ত ভূষণ। গতকাল লালকেল্লার ঘটনা ও আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠার পিছনে এই পাঞ্জাবি অভিনেতা তথা বিজেপি ঘনিষ্ঠ সিধুর প্রত্যক্ষ ইন্ধনের অভিযোগ তুলছেন কৃষক নেতারা।

মঙ্গলবার লালকেল্লায় পতাকা উত্তোলন করার পর নিজের কাজের পক্ষে সাফাই দিয়েছেন সিধু। ফেসবুকে এক লাইভ ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘‘নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে লালকেল্লায় নিশান সাহিবের পতাকা (শিখ সম্প্রদায়ের ধর্মীয় পতাকা) উত্তোলন করেছি আমরা। সেখান থেকে জাতীয় পতাকা সরানো হয়নি।’’ তবে সিধুর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তদন্তের দাবি তুলেছেন আন্দোলনকারী তথা স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব। তিনি বলেন, ‘‘দীপ সিধু মাইক হাতে কী ভাবে লালকেল্লায় পৌঁছলেন, তা তদন্ত করে দেখা উচিত।’’

কৃষকদের র‌্যালি ঘিরে হিংসায় প্রত্যক্ষভাবে ইন্ধনের অভিযোগ উঠেছে সিধুর বিরুদ্ধে। তাঁর ভূমিকায় বিজেপি তথা আরএসএসের হাত রয়েছে বলে দাবি করেছেন কৃষক ইউনিয়নের নেতারা। ৪১টি কৃষক ইউনিয়ন যে ছাতার তলায় দাঁড়িয়ে আন্দোলন চালাচ্ছেন সেই সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, গোটা ঘটনায় ‘দুষ্কৃতীদের’ হাত রয়েছে। অন্য দিকে, ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ)-এর প্রধান গুরনাম সিংহের অভিযোগ, ‘‘দীপ সিধুই আন্দোলনকারীদের উস্কানি দিয়েছিলেন। তিনিই তাঁদের বিপথে চালিত করেন। এই ঘটনার সঙ্গে প্রকৃত আন্দোলনকারীদের কোনও যোগ নেই।”

আরও পড়ুন-দিল্লিতে কৃষক বিক্ষোভ : অতিরিক্ত আধাসেনা মোতায়েনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Advt

spot_img

Related articles

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...