Saturday, August 23, 2025

সংঘাত দূরে সরিয়ে প্রথা মেনে রাজভবনে প্রজাতন্ত্র দিবসের বিকেলে চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী(Chief Minister)। সকালে রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠানেও এক ফ্রেমে দেখা গিয়েছিল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এরপর প্রতি বছরের মতো মঙ্গলবারও বিকেল ৪টে নাগাদ রাজভবনে চা-চক্রে পৌঁছে যান মমতা। প্রায় ৪৫ মিনিট সেখানে ছিলেন তিনি। গত বছর এই চা-চক্র নিয়েও বিতর্ক তৈরি হয়। প্রজাতন্ত্র দিবসে রাজভবনের চা-চক্রে অনুপস্থিত ছিলেন  মুখ্যমন্ত্রী। বিকেলের বদলে দিনে রাজভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সেরে এসেছিলেন তিনি। তবে তাতে চিঁড়ে ভেজেনি। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি কড়া ভাষায় টুইট (Twitte) করেন রাজ্যপাল।

এবার আগেভাগেই রাজভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রোটোকল মেনে রাজভবনে অনেকটা সময় ছিলেন মমতা। হাসি মুখেই কুশল বিনিময় করেন।

সূত্রের খবর, মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে রাজ্যপালের সঙ্গে একান্তে আলোচনাও করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Benarjee), বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)-সহ সরকারের উচ্চপদস্থ আমলারা। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা সিপি-ও হাজির ছিলেন চা-চক্রে। বিজেপির (BJP) তরফে ছিলেন দিলীপ ঘোষ এবং তথাগত রায়।

 

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version