Sunday, January 11, 2026

বাঁকুড়ায় সমান্তরাল বিজেপি, লালঝাণ্ডা লাগিয়ে প্রার্থীর নাম ঘোষণা শুভেন্দু- অনুগামীদের

Date:

Share post:

ক্রমশ খুলে যাচ্ছে মুখোশ৷ ক্রমশ বিজেপির মধ্যে উঁকি মারছে আর একটা বিজেপি৷ ঘরের মধ্যেই তৈরি করা এই ঘরের ‘মালিক’ আলাদা৷ এ ঘরের বাসিন্দারা তোয়াক্কাই করে না বঙ্গ-বিজেপির (WB BJP) পদাধিকারীদের৷ মানছে না দলের নীতি, পদ্ধতিও৷ অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়ে সমান্তরালভাবে গড়ে তুলছেন নব্য-বিজেপি ৷ হাত-পা গুটিয়ে দেখে যাওয়া ছাড়া দিলীপ ঘোষদের (DILIP GHOSH) হাতে সম্ভবত বিকল্প কিছুই নেই৷

রাজ্যের গেরুয়া নেতারা কিছুই জানেন না, ওদিকে বাঁকুড়ার তালডাংরা (TALDANGRA) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ‘ঘোষণা’ করে দিয়েছে ‘দাদার অনুগামী’-রা৷ প্রার্থীর নাম, সদ্য বিজেপিতে যোগ দেওয়া খাতরা এলাকার তৃণমূলের (TMC)দাপুটে নেতা নেতা জয়ন্ত মিত্র(JAYANTA MITRA)৷ শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন এই জয়ন্ত মিত্র৷ জয়ন্ত মিত্রের বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা এখনও মানতে পারেননি ওই এলাকার আদি বিজেপি নেতা-কর্মীরা৷
এইভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা এবং প্রচার শুরু করার ঘটনায় জেলা বিজেপির অন্দরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে৷ নতুনভাবে দল ভাঙ্গার আশঙ্কাও দেখা দিয়েছে৷

শুধু ঘোষণাই নয়, ওই কেন্দ্রের চারধারে তথাকথিত প্রার্থীর ছবি ও নাম-সম্বলিত বড় বড় ব্যানারও ঝুলছে৷ ওইসব ব্যানারে প্রার্থীর ছবির পাশাপাশি রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর ছবিও৷ ব্যানারের নিচে লেখা রয়েছে, “প্রচারে : আমরা দাদার অনুগামী”৷ বিজেপির দাবি, এই কাজ করেছে তৃণমূল৷ জয়ন্ত মিত্রের সাফাই, ‘জানিনা কে বা কারা এসব কাজ করেছে’৷
এখানেই শেষ নয়৷ ‘দলের স্বার্থে’ নেওয়া পরের ধাপটি আরও মারাত্মক৷ বহু জায়গায় ঝোলানো এই ব্যানার বা ফ্লেক্সের চারধারে বিজেপির পতাকার পাশাপাশি লাগানো আছে সিপিএমের (CPIM) লালঝাণ্ডাও৷ এদিকে, বিজেপি প্রার্থীর সমর্থনে সিপিএমের পতাকা ব্যবহার করার ঘটনায়বিস্মিত জেলা সিপিএমও৷ তারাও তদন্তে নেমেছে, এই কীর্তি কাদের, তা খুঁজে বার করতে৷

আরও পড়ুন-সমন্বয় কমিটির বইমেলার চাপে তড়িঘড়ি বায়বীয় ঘোষণা গিল্ডের

Advt

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...