Tuesday, December 16, 2025

দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে টানা চার বছরের কারাবাস শেষে জেল থেকে মুক্তি পেলেন (released from jail) তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ছায়াসঙ্গী ভিকে শশীকলা (VK Sasikala)। ৬৬ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। দুর্নীতি সংক্রান্ত ওই একই মামলায় (corruption case) অভিযুক্ত ছিলেন প্রয়াত জয়ললিতাও (jayalalitha)। তবে মামলার রায়দানের আগেই তিনি প্রয়াত হন।

তামিলনাড়ু (tamilnadu) বিধানসভা ভোটের আগে জয়া ঘনিষ্ঠ শশিকলার জেলমুক্তির ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন কোনও বাঁক আসবে কিনা তা সময়ই বলবে। বর্তমানে এআইডিএমকে থেকে তিনি বহিষ্কৃত হলেও জয়ার প্রয়াণের পর শশিকলার নাম মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে আসে। কিন্তু দুর্নীতি মামলার রায়েই সব অঙ্ক বদলে যায়। নিয়মমত আজ জেল থেকে ছাড়া পেলেও এখন হাসপাতালে ভর্তি রয়েছেন শশিকলা। এক সপ্তাহ আগেই কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে প্রথমে বেঙ্গালুরুর একটি স্থানীয় হাসপাতালে এবং তারপর ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়াণের পর ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি এআইএডিএমকের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শশিকলা। তাঁর মুখ্যমন্ত্রী হওয়া তখন ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঘটনাচক্রে সেই সময়েই তাঁর বিরুদ্ধে ৬৬ কোটি টাকার তছরুপের মামলার শুনানি চলছিল বেঙ্গালুরু হাইকোর্টে। সেই কারণেই শশিকলাকে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাননি তামিলনাড়ুর রাজ্যপাল বিদ্যাসাগর রাও। এরপর ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ের দোষী সাব্যস্ত হন শশিকলা। তাঁকে চার বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয় তাঁকে। মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ শেষ মুহূর্তে ফসকে যায় জয়ার ঘনিষ্ঠ বান্ধবীর। এদিকে ওই বছরের অগাস্টেই এআইএডিএমকে-তে শশিকলার অনুগামীদের গোষ্ঠী এবং বিরোধী গোষ্ঠী একজোট হয়ে যায় এবং খোদ শশিকলাকেই দল থেকে বহিষ্কার করে দেয় মুখ্যমন্ত্রী পালানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী পনিরসেলভম জুটি। ফলে, এখন জেলমুক্তি ঘটলেও শশিকলার রাজনৈতিক ভবিষ্যৎ কোন খাতে বয়, সেদিকে নজর তামিলনাড়ুবাসীর।

আরও পড়ুন:জোর প্রস্তুতি চলছে ইস্কন জুড়ে, পুজো দিতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version