Wednesday, August 27, 2025

ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। এদিন বুকে ব‍্যথা অনুভব করায়, বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বুধবার দুপুরের দিকে বুকে ব‍্যথা অনুভব করেন তিনি। তারপরই তাকে হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যরা। তবে এখন তিনি সুস্থ আছেন বলে জানাল হাসপাতাল কতৃপক্ষ। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে( kailash vijayvargiya) ফোন করে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নেন অমিত শাহ ( amit shah)।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকেই অসুস্থতা বোধ করেন মহারাজ। বুধবার দুপুরে বুকে ব‍্যথা অনুভব করলে, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপাশাপাশি জানা যায় মঙ্গলবার রাতে ঠিকমতন ঘুম হয়নি মহারাজের। এদিন হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা শুরু করে দেওয়া হয়। করানো হয় ইকো এবং ইসিজি। সেই রিপোর্টে কিছু সমস‍্যা দেখা যায় মহারাজের।

এদিন হাসপাতালের গ্রিন করিডরে নিয়ে যাওয়া হয় সৌরভকে। গাড়ি থেকে নেমে নিজে হেঁটেই হাসপাতালে ঢোকেন তিনি। চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের পর্যবেক্ষণে রয়েছেন মহারাজ। ক্যাথ ল্যাবে ইতিমধ্যেই ডাক্তারি পরীক্ষা করা হয়েছে সৌরভের। করানো হয় ইকো কার্ডিয়োগ্রাম। তাতে তাঁর ইকো এবং ইসিজি-তে সমস্যা ধরা পড়েছে। বৃহস্পতিবার অ্যাঞ্জিয়োগ্রাম হবে বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। বুধবার চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে মহারাজকে। সৌরভের সঙ্গে এদিন আসেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, কন‍্যা সানা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।

চলতি বছরের শুরুতেই ২ জানুয়ারি জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পরেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুকে ব‍্যথা অনুভব করায় ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। জানা যায় হার্ট অ‍্যাটাক হয়েছিল মহারাজের। তখন ব্লকেজ ধরা পরে সৌরভের। বসানো হয় একটি স্টেন্টও। আরও দুটি স্টেন্ট বসানোর কথা সৌরভের।

আরও পড়ুন:আইপিএলের নিলামের দিন ঠিক করে ফেলল বিসিসিআই

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version