Friday, May 16, 2025

প্রশ্ন উঠেছিল দীর্ঘদিন ধরেই। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একাধিকবার মেজাজ হারাতেও দেখা গিয়েছে সাংসদদের(parliament member)। অবশেষে সংসদের ক্যান্টিনে শেষ হলো সস্তার খাবারের দিন। বুধবার থেকে ধার্য হলো ক্যান্টিনে(canteen) খাবার এর নতুন দাম। একই সঙ্গে দীর্ঘদিনের বিতর্কে অবশেষে ইতি টানল কেন্দ্রীয় সরকার(central government)।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে দেশের মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সংসদের ক্যান্টিনেও বাড়ানো হবে খাবারের দাম। পাশাপাশি সরকারের তরফে নতুন যে চার্ট দেওয়া হয়েছে সেখানে দেখা গিয়েছে প্রায় ৮০% খাবারই নতুন। পাশাপাশি দীর্ঘ ৫০ বছর ধরে সংসদের ক্যান্টিনের দায়িত্ব সামলাচ্ছে উত্তর রেল। তবে এইবার ক্যান্টিনের দায়িত্ব সামলাবে আইটিডিসি(ITDC)। ‌

সম্প্রতি তথ্য জানার অধিকার আইন ২০১৫ সালে একটি আবেদন করা হয় সেখানেই জানা যায় এই ভর্তুকির ক্যান্টিন চালাতে সরকার প্রতিবছর খরচ করে ৮ কোটি টাকা। তথ্য সামনে আসতেই শুরু হয় বিতর্ক। এ পর ২০১৯ সালে ক্যান্টিনের খাবারের দাম বাড়াতে হয় কেন্দ্র। সিদ্ধান্ত হয় ভর্তুকির খাবার আর দেওয়া হবে না। যদিও তার বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উল্লেখ্য, সংসদের ক্যান্টিনে এতদিন শুধু মাত্র সাংসদরাই ভর্তুকির খাবার খেতেন না। এই ভর্তুকির খাবারে উপকৃত হতেন সংসদের স্টাফ, নিরাপত্তা কর্মীরাও।

আরও পড়ুন:কড়া নিরাপত্তা, তৃণমূলে হুইপ, রাজ্যপালের ভাষণ ছাড়াই বিধানসভার অধিবেশন

সংসদে নতুন খাবারের যে চার্ট করা হয়েছে সেখানে রয়েছে ৫৮ টি খাবার। দামের নয়া তালিকাসহ এই খাবার গুলি হল, আলু বড়া-১০ টাকা, সেদ্ধ সবজি-৫০ টাকা, চাপাটি-৩ টাকা, চিকেন বিরিয়ানি-১০০, চিকেন কাটলেট ১০০, চিকেন ফ্রাই ১০০, দই-১০ টাকা, ডাল তড়কা-২০ টাকা, মশলা ধোসা ৫০ টাকা, এগ কারি ৩০ টাকা, মাটন বিরিয়ানি ১৫০, মাটন কারি ১২৫, মাটন কাটলেট ১৫০।

Related articles

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...
Exit mobile version