Sunday, November 9, 2025

সস্তার দিন শেষ, সংসদের ক্যান্টিনে বাড়ল খাবারের দাম

Date:

প্রশ্ন উঠেছিল দীর্ঘদিন ধরেই। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একাধিকবার মেজাজ হারাতেও দেখা গিয়েছে সাংসদদের(parliament member)। অবশেষে সংসদের ক্যান্টিনে শেষ হলো সস্তার খাবারের দিন। বুধবার থেকে ধার্য হলো ক্যান্টিনে(canteen) খাবার এর নতুন দাম। একই সঙ্গে দীর্ঘদিনের বিতর্কে অবশেষে ইতি টানল কেন্দ্রীয় সরকার(central government)।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে দেশের মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সংসদের ক্যান্টিনেও বাড়ানো হবে খাবারের দাম। পাশাপাশি সরকারের তরফে নতুন যে চার্ট দেওয়া হয়েছে সেখানে দেখা গিয়েছে প্রায় ৮০% খাবারই নতুন। পাশাপাশি দীর্ঘ ৫০ বছর ধরে সংসদের ক্যান্টিনের দায়িত্ব সামলাচ্ছে উত্তর রেল। তবে এইবার ক্যান্টিনের দায়িত্ব সামলাবে আইটিডিসি(ITDC)। ‌

সম্প্রতি তথ্য জানার অধিকার আইন ২০১৫ সালে একটি আবেদন করা হয় সেখানেই জানা যায় এই ভর্তুকির ক্যান্টিন চালাতে সরকার প্রতিবছর খরচ করে ৮ কোটি টাকা। তথ্য সামনে আসতেই শুরু হয় বিতর্ক। এ পর ২০১৯ সালে ক্যান্টিনের খাবারের দাম বাড়াতে হয় কেন্দ্র। সিদ্ধান্ত হয় ভর্তুকির খাবার আর দেওয়া হবে না। যদিও তার বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উল্লেখ্য, সংসদের ক্যান্টিনে এতদিন শুধু মাত্র সাংসদরাই ভর্তুকির খাবার খেতেন না। এই ভর্তুকির খাবারে উপকৃত হতেন সংসদের স্টাফ, নিরাপত্তা কর্মীরাও।

আরও পড়ুন:কড়া নিরাপত্তা, তৃণমূলে হুইপ, রাজ্যপালের ভাষণ ছাড়াই বিধানসভার অধিবেশন

সংসদে নতুন খাবারের যে চার্ট করা হয়েছে সেখানে রয়েছে ৫৮ টি খাবার। দামের নয়া তালিকাসহ এই খাবার গুলি হল, আলু বড়া-১০ টাকা, সেদ্ধ সবজি-৫০ টাকা, চাপাটি-৩ টাকা, চিকেন বিরিয়ানি-১০০, চিকেন কাটলেট ১০০, চিকেন ফ্রাই ১০০, দই-১০ টাকা, ডাল তড়কা-২০ টাকা, মশলা ধোসা ৫০ টাকা, এগ কারি ৩০ টাকা, মাটন বিরিয়ানি ১৫০, মাটন কারি ১২৫, মাটন কাটলেট ১৫০।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version