Wednesday, November 12, 2025

ভোজনরসিক বাঙালির জন্য বৃহস্পতিবার শিয়ালদহের সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হল পঞ্চম বর্ষের খাদ্য মেলা ‘চেটে পুটে’। মেলার উদ্বোধন করলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় । এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। দেশি-বিদেশি প্রায় ৭০টি খাবারের স্টল রয়েছে এই মেলায়। পান্তা ভাত থেকে শুরু করে বিরয়ানি, পিঠেপুলি এমনকি অক্টোপাসের চাটনিও পাওয়া যাবে বিভিন্ন খাবার স্টলে। মেলায় শুধু রসনা তৃপ্তিই নয়; থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি থাকবে স্থানীয় শিল্পীদের নানান মনোরঞ্জনের অনুষ্ঠান।
তাছাড়া প্রায় ৬০০ দুস্থ বাচ্চাদের ভুড়িভোজের ব্যবস্থাও থাকছে একদিন।
উদ্যোক্তা মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেলায় পিৎজা থেকে পান্তা, অক্টোপাস থেকে পাটিসাপটা, বিরিয়ানি থেকে বেকড সন্দেশ সব পাওয়া যাবে। অংশ নিচ্ছে কলকাতার প্রায় সমস্ত বিখ্যাত রেঁস্তোরা এবং প্রখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারী সংস্থা। । প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনে ছিলেন রাজনীতিবিদ প্রদীপ ঘোষ, শিল্পী মল্লার ঘোষ, সাংবাদিক কুণাল ঘোষ প্রমুখ বিশিষ্টরা। কোভিডের সমস্ত নিয়মবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে এই খাদ্যমেলা।
বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায় বলেন, এমন পরিস্থিতিতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় । খেতে ভালোবাসেন কম বেশি সকলেই । সেই খাবার যদি স্বাস্থ্য সম্মত হয় তবে কোনও অসুবিধা হবে না । সাংবাদিক কুণাল ঘোষ বলেন, এই কোভিড পরিস্থিতিতেও জীবন কিন্তু থেমে থাকেনি । তাই স্বাভাবিক নিয়মেই নানান সুস্বাদু খাবারের স্বাদ পরখ করতে আসতেই হবে সন্তোষ মিত্র স্কোয়ারের এই খাদ্য মেলায়।
ফলে আর দেরি নয়, আজই আসুন লেবুতলা পার্কে, আর শীতের আমেজে পরখ করে দেখুন দেশি-বিদেশি নানান খাবার ।

 

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version