Saturday, May 17, 2025

ভোজনরসিক বাঙালির জন্য বৃহস্পতিবার শিয়ালদহের সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হল পঞ্চম বর্ষের খাদ্য মেলা ‘চেটে পুটে’। মেলার উদ্বোধন করলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় । এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। দেশি-বিদেশি প্রায় ৭০টি খাবারের স্টল রয়েছে এই মেলায়। পান্তা ভাত থেকে শুরু করে বিরয়ানি, পিঠেপুলি এমনকি অক্টোপাসের চাটনিও পাওয়া যাবে বিভিন্ন খাবার স্টলে। মেলায় শুধু রসনা তৃপ্তিই নয়; থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি থাকবে স্থানীয় শিল্পীদের নানান মনোরঞ্জনের অনুষ্ঠান।
তাছাড়া প্রায় ৬০০ দুস্থ বাচ্চাদের ভুড়িভোজের ব্যবস্থাও থাকছে একদিন।
উদ্যোক্তা মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেলায় পিৎজা থেকে পান্তা, অক্টোপাস থেকে পাটিসাপটা, বিরিয়ানি থেকে বেকড সন্দেশ সব পাওয়া যাবে। অংশ নিচ্ছে কলকাতার প্রায় সমস্ত বিখ্যাত রেঁস্তোরা এবং প্রখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারী সংস্থা। । প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনে ছিলেন রাজনীতিবিদ প্রদীপ ঘোষ, শিল্পী মল্লার ঘোষ, সাংবাদিক কুণাল ঘোষ প্রমুখ বিশিষ্টরা। কোভিডের সমস্ত নিয়মবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে এই খাদ্যমেলা।
বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায় বলেন, এমন পরিস্থিতিতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় । খেতে ভালোবাসেন কম বেশি সকলেই । সেই খাবার যদি স্বাস্থ্য সম্মত হয় তবে কোনও অসুবিধা হবে না । সাংবাদিক কুণাল ঘোষ বলেন, এই কোভিড পরিস্থিতিতেও জীবন কিন্তু থেমে থাকেনি । তাই স্বাভাবিক নিয়মেই নানান সুস্বাদু খাবারের স্বাদ পরখ করতে আসতেই হবে সন্তোষ মিত্র স্কোয়ারের এই খাদ্য মেলায়।
ফলে আর দেরি নয়, আজই আসুন লেবুতলা পার্কে, আর শীতের আমেজে পরখ করে দেখুন দেশি-বিদেশি নানান খাবার ।

 

 

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version