Wednesday, August 27, 2025

ভোজনরসিক বাঙালির জন্য বৃহস্পতিবার শিয়ালদহের সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হল পঞ্চম বর্ষের খাদ্য মেলা ‘চেটে পুটে’। মেলার উদ্বোধন করলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় । এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। দেশি-বিদেশি প্রায় ৭০টি খাবারের স্টল রয়েছে এই মেলায়। পান্তা ভাত থেকে শুরু করে বিরয়ানি, পিঠেপুলি এমনকি অক্টোপাসের চাটনিও পাওয়া যাবে বিভিন্ন খাবার স্টলে। মেলায় শুধু রসনা তৃপ্তিই নয়; থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি থাকবে স্থানীয় শিল্পীদের নানান মনোরঞ্জনের অনুষ্ঠান।
তাছাড়া প্রায় ৬০০ দুস্থ বাচ্চাদের ভুড়িভোজের ব্যবস্থাও থাকছে একদিন।
উদ্যোক্তা মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেলায় পিৎজা থেকে পান্তা, অক্টোপাস থেকে পাটিসাপটা, বিরিয়ানি থেকে বেকড সন্দেশ সব পাওয়া যাবে। অংশ নিচ্ছে কলকাতার প্রায় সমস্ত বিখ্যাত রেঁস্তোরা এবং প্রখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারী সংস্থা। । প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনে ছিলেন রাজনীতিবিদ প্রদীপ ঘোষ, শিল্পী মল্লার ঘোষ, সাংবাদিক কুণাল ঘোষ প্রমুখ বিশিষ্টরা। কোভিডের সমস্ত নিয়মবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে এই খাদ্যমেলা।
বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায় বলেন, এমন পরিস্থিতিতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় । খেতে ভালোবাসেন কম বেশি সকলেই । সেই খাবার যদি স্বাস্থ্য সম্মত হয় তবে কোনও অসুবিধা হবে না । সাংবাদিক কুণাল ঘোষ বলেন, এই কোভিড পরিস্থিতিতেও জীবন কিন্তু থেমে থাকেনি । তাই স্বাভাবিক নিয়মেই নানান সুস্বাদু খাবারের স্বাদ পরখ করতে আসতেই হবে সন্তোষ মিত্র স্কোয়ারের এই খাদ্য মেলায়।
ফলে আর দেরি নয়, আজই আসুন লেবুতলা পার্কে, আর শীতের আমেজে পরখ করে দেখুন দেশি-বিদেশি নানান খাবার ।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version