Wednesday, November 12, 2025

গৌতম কুণ্ডুর উধাও মোবাইল-ল্যাপটপের সন্ধানে সিবিআইয়ের নজরে ইডি

Date:

রোজভ্যালি তদন্তে জাল গোটাতে চাইলেও আটকে যাচ্ছে সিবিআই। কারণ, উধাও সংস্থার কর্ণধার গৌতম কুন্ডুর (Goutam Kundu) মোবাইল ফোন ও ল্যাপটপ। গৌতমকে প্রথম গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Ed)। অভিযোগ, সেই সময় তাদের হেফাজত থেকেই উধাও হয় রোজভ্যালি কর্ণধারের মোবাইল ফোন (Mobile Phone) ও ল্যাপটপ (Laptop)।

সিবিআইয়ের দাবি, তদন্তভার নেওয়ার পর মোবাইল ও ল্যাপটপ চেয়ে ইডিকে একাধিকবার চিঠি পাঠালেও কোনও সদুত্তর মেলেনি। এবার ইডি-র সেই সময়ের তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের প্রশ্ন, মোবাইল ফোন ও ল্যাপটপ কোথায়? সেগুলি কি গৌতমের পরিবারকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে? সিবিআই সূত্রে খবর, এই প্রেক্ষিতেই ইডি-র তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

২০১৫ সাল থেকে জেলে রয়েছেন গৌতম কুণ্ডু। তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুর (Shubhra Kundu) বিরুদ্ধে রোজভ্যালির বহু কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। ১৬ জানুয়ারি তাঁকে গ্রেফতার করে সিবিআই। তার আগে শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের। সেখানে তিনি বহু প্রশ্নের সদুত্তর দেননি বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যান বলে সিবিআই সূত্রে খবর। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

সিবিআই সূত্রে খবর, গৌতম কুণ্ডু জেলে যাওয়ার পর রোজভ্যালির কোষাগারের দায়িত্ব নেন শুভ্রা। যে গয়নার দোকানের আড়ালে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে, তারও দেখভাল করতেন গৌতম-পত্নী। এমনকী সেই সময় তদন্তের দায়িত্বে থাকা ইডি-এর কর্তা মনোজ কুমারের (Manoj Kumar) সঙ্গেও নাম জড়ায় তাঁর। অভিযোগ, শুভ্রার থেকে ‘সুবিধা’ নিয়ে তদন্তকে ভুল পথে চালনা করছিলেন মনোজ। সেই অভিযোগে তাঁকেও গ্রেফতার পুলিশ। এখন তদন্ত এগিয়ে নিয়ে যেতে গৌতম কুণ্ডুর মোবাইল ও ল্যাপটপ হাতে পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে…’ কবির নাম গুলিয়ে ফেলে হাসির খোরাক সৌমিত্র খাঁ

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version