Friday, August 22, 2025

‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে…’ কবির নাম গুলিয়ে ফেলে হাসির খোরাক সৌমিত্র খাঁ

Date:

জনসভায় বিতর্কিত ও ভুল মন্তব্য করে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে রাজ্য তথা কেন্দ্রের একাধিক বিজেপি নেতাকে। তা সে বেপরোয়া দিলীপ ঘোষ(Dilip Ghosh) হোক বা রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন উল্লেখ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাই হোন। এই তালিকায় এবার নবতম সংযোজন বিজেপি(BJP) সাংসদ সৌমিত্র খাঁ(Soumitra Khan)। সম্প্রতি বাংলা সাহিত্যের জনপ্রিয় ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ এই উক্তিকে ঘিরেই এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন সাংসদ সৌমিত্র ।

নির্বাচনকে মাথায় রেখে রাজ্যে জনসভা ও প্রচার বেশ বেড়েছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বেড়ুগ্রামে দলের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এখানেই রাজ্যের বেকার সমস্যার কথা তুলে ধরতে গিয়ে বাংলা সাহিত্যের জনপ্রিয় উক্তি টেনে এনে বলেন ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’। এতদূর ঠিক ছিল কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। এই উক্তির লেখকের নাম বলতে গিয়ে তিনি বলে বসলেন এটি কবি জীবনানন্দ দাশের লেখা। সাংসদের মুখে এহেন মন্তব্য শুনে শুরুতেই খটকা লাগে উপস্থিত শ্রোতার। ‌ পরে তারা বুঝতে পারেন কিছু একটা ভুল করে বসেছেন সাংসদ। এরপরই শুরু হয়ে যায় বিতর্ক।

আরও পড়ুন:রামমন্দির নির্মান তহবিলে ২ লক্ষ ৪০ হাজার টাকা দিলেন শুভেন্দু

এই উক্তিটি রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে অন্নপূর্ণাকে একথা বলেছিলেন ঈশ্বরী পাটনী। তবে মন্তব্যটি জীবনানন্দের বলে চালিয়ে দেওয়ার পর শ্রোতাদের মধ্যে গুঞ্জন শুরু হলেও তাতে অবশ্য বক্তব্যে কোনও প্রভাব পড়েনি সৌমিত্র খাঁর। তবে তার এই ভুল বক্তব্যকে কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, স্কুলের বইয়ে আমরা রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী কবিতা পড়েছি। তাই বিজেপি সাংসদ সৌমিত্র বাবুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ জাগছে। তাঁর যে স্কুল শিক্ষাটুকু ঠিকঠাকভাবে হয়নি তা তাঁর এই মন্তব্যেই ধরা পড়ছে। পাশাপাশি তিনি আরো বলেন, বিজেপি বাংলার সংস্কৃতি, বাংলার মনীষীদের বিষয়ে অবগত নয়। তাই তারা অনায়াসে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন বলে দিতে পারেন। সেই দলের সাংসদ সৌমিত্র খাঁ আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে এই অবিস্মরণীয় বাক্যের লেখক হিসেবে জীবনানন্দের নাম উল্লেখ করবেন তাতে অবাক হবার কী আছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version