Monday, August 25, 2025

রামমন্দির নির্মান তহবিলে ২ লক্ষ ৪০ হাজার টাকা দিলেন শুভেন্দু

Date:

রাম মন্দির নির্মানকাজে ২ লক্ষ ৪০ হাজার টাকা তুলে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷

বুধবার শ্যামবাজারে বিশ্ব হিন্দু পরিষদের (VHP) দফতরে যান শুভেন্দু। সেখানে গিয়ে তিনি রামমন্দির নির্মান তহবিলে (RamMandir Nidhi) ২ লক্ষ ৪০ হাজার টাকা দেন। প্রাক্তণ সাংসদ হিসাবে যে পেনশন তিনি পান, সেখান থেকেই এই টাকা দিয়েছেন বলে জানিয়েছেন শুভেন্দু ৷ দেন।
আর সেখানেই প্রথমবার সরাসরি প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) নাম করে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বানও জানালেন শুভেন্দু। তিনি বলেন, “রাজীববাবু ভদ্রলোক, শিক্ষিত ও কাজের লোক। আমি আশা করব তিনি ভারতীয় জনতা পার্টিতেই আসবেন। আমরা একসঙ্গে কাজ করব। ভালো হবে।”

আরও পড়ুন:কোন্নগরে প্রবীর ঘোষালের সমর্থনে পোস্টার, ছিঁড়লেন স্থানীয়রাই

প্রসঙ্গত চলতি সপ্তাহের শেষেই ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। গত ১৯ ডিসেম্বর মেদিনীপুরের জনসভায় তৃণমূল সাংসদ সুনীল মন্ডল ও শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক এবং নেতা বিজেপিতে যোগ দেন।
এরপর ফের নতুনভাবে তৃণমূলের একাংশ বেসুরো হয়েছেন। সাম্প্রতিক ইতিহাস বলছে, অন্য দলের বেসুরো-রা গিয়ে বিজেপিতেই মিশেছেন এবং ‘ছন্দে’ ফিরেছেন৷ এই মুহুর্তেও তেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া এবং লক্ষ্মীরতন শুক্ল তো বটেই আরও একাধিক তৃণমূল বিধায়ক, নেতা অমিত শাহের হাত ধরেই যোগ দিতে পারেন বিজেপিতে৷

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version