Wednesday, August 27, 2025

বিধানসভা অধিবেশনে গরহাজির ‘বাগী’ ৪ তৃণমূল বিধায়ক, বিজেপি যাওয়া নিশ্চিত !

Date:

দলের হুইপ ছিলো, কিন্তু রাজ্য বিধানসভার

দু’দিনের সংক্ষিপ্ত অধিবেশনে গরহাজির রইলেন তৃণমূলের(TMC) ‘বাগী’ বিধায়করা। ফলে জল্পনা আরও তীব্রতা পেয়েছে৷ রাজনৈতিক মহলের ধারনা, ৩০-৩১ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) উপস্থিতিতেই পদ্ম-পতাকা হাতে তুলে নিতে পারেন তৃণমূলের রাজীব বন্দ্যোপাধ্যায়,(Rajib Banerjee) প্রবীর ঘোষাল, (Prabir Ghoshal) বৈশালী ডালমিয়া (Vaishali Dalmia) এবং লক্ষ্মীরতন শুক্লা (Laxmiratan Sukla) এবং সঙ্গে হয়তো আরও কেউ৷

 

বুধবার বিধানসভার অধিবেশন শোকপ্রস্তাবের পর মুলতুবি হয়ে যায়। বৃহস্পতিবার ছিলো পূর্ণাঙ্গ অধিবেশন। একদিনও দেখা যায়নি ওই চার বিধায়ককে৷ বহু আগে থেকেই দল এবং প্রশাসনের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন ডোমজুড়ের বিধায়ক রাজীব৷ গত শুক্রবার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে মন্ত্রী পদে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন রাজীব। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে হুগলি জেলার তৃণমূল মুখপাত্র ও কোর কমিটির সদস্যপদ ত্যাগ করেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। ওই ঘোষণার পর প্রবীরবাবুকে শোকজ করে তৃণমূল৷ ওদিকে বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করেছে তৃণমূল৷ তবে এখনও তিনি বিধায়ক৷ আর অনেক আগেই দল ও সরকারের সব পদ ছেড়েছেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার

লক্ষ্মীরতন শুক্লা৷ এদের কাউকেই বিধানসভার অধিবেশনে যায়নি।

তৃণমূল পরিষদীয় দলের তরফে এবার হুইপ জারি করে নির্বাচিত বিধায়কদের এবারের অধিবেশনে যোগদান বাধ্যতামূলক করা হয়েছিলো। কেন্দ্রীয় সরকারের আনা কৃষি আইনের বিরোধিতা করে আনা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার জন্যই বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছিলো। তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, এই বিদ্রোহী বিধায়কদের দলের তরফে ফোন করে আসতে বলা হয়নি৷ তবে SMS পাঠানো হয়েছে।

অধিবশেনে এই ৪ বিদ্রোহী বিধায়ক হাজির না থাকলেও, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী অধিবেশনে ছিলেন৷

এই ৪ বিধায়ক অধিবেশনে না আসায় তৃণমূল শিবির নিশ্চিত এরা দলবদল করছেনই৷

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version