দেশে এখন বেশ অনেকটাই নিয়ন্ত্রণে করোনা ভাইরাস। কমছে আক্রান্তের সংখ্যাও। ইতিমধ্যেই গোটা দেশে শুরু হয়েছে টিকাকরণ। এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারি মাসের জন্য নয়া করোনা সংক্রান্ত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যা জারি হবে পয়লা ফেব্রুয়ারি থেকে। জারি থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের নির্দেশিকায় সুইমিং পুল থেকে সিনেমা হল নিয়ে বিশেষ ঘোষণা রয়েছে কেন্দ্রের তরফে।

এবারের নির্দেশিকায় একাধিক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, সুইমিং পুল ব্যবহারে আগামী মাস থেকে আর কোনও রকম নিষেধাজ্ঞা রইল না। এতদিন পর্যন্ত কেবলমাত্র খেলোয়াড়রাই সুইমিং পুল ব্যবহার করতে পারতেন। তবে কেন্দ্রের নয়া নির্দেশিকায় এবার থেকে সবার জন্যই খুলে দেওয়া হল সুইমিং পুল। এছাড়া ৫০ শতাংশ নয়, সিনেমা হলগুলোতে আরও দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হয়েছে। বিমানযাত্রার ক্ষেত্রেও মিলবে বেশ কিছু ছাড়। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও খেলার অনুষ্ঠানের ক্ষেত্রে এতদিন ৫০ শতাংশ আসন সংখ্যার বেশি না ভর্তি করার বিধিনিষেধ ছিল। সেটা এখন সরিয়ে দিল কেন্দ্র। এই সংক্রান্ত নিজস্ব গাইডলাইনস তৈরি করতে পারবে রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলি। তবে এই সব ছাড় ঘোষণা করলেও সরকারের তরফ থেকে সতর্ক করা হয়েছে যে কোনও ভাবেই যেন কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে না যায় তার ওপর নজর রাখতে হবে।

Union Home Ministry issues an order to enforce guidelines for surveillance, containment & caution which will be effective from Feb 1 to Feb 28; states/UTs mandated to continue to enforce containment measures & SOPs on various activities & COVID appropriate behaviour. pic.twitter.com/owHbYZVgmt
— ANI (@ANI) January 27, 2021
Union Home Ministry issues an order to enforce guidelines for surveillance, containment & caution which will be effective from Feb 1 to Feb 28; states/UTs mandated to continue to enforce containment measures & SOPs on various activities & COVID appropriate behaviour. pic.twitter.com/owHbYZVgmt
— ANI (@ANI) January 27, 2021
আরও পড়ুন- কেষ্টপুরে শুভেন্দুকে কালো পতাকা তৃণমূলের, গাড়িতে হামলা করার অভিযোগ