Saturday, May 17, 2025

ভোটের মুখে বিষ ছড়ানোর খেলা শুরু করে দিল বিজেপি (BJP)। সরাসরি উস্কানিমূলক প্রচার শুরু হলো সোশ্যাল মিডিয়ায় (Social Media)। দুর্ভাগ্যের বিষয় হলো এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (BJP State president Dilip Ghosh) ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই প্রচার। এই পোস্টটি তিনি নিজে করেছেন, না তাঁর ফেসবুক অ্যাকাউন্ট যিনি দেখেন, তিনি করেছেন, তা জানা যায়নি। তবে পোস্টটি যে প্ররোচনামূলক তা বলার অপেক্ষা রাখে না।

পোস্টটিতে অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেস বাংলাদেশের স্লোগান ‘জয় বাংলা’ (Joy Bangla) ব্যবহার করছে। কয়েকটি অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেটার বা অভিনেতাদের দেখা গিয়েছে। আর সেটাকেই হাতিয়ার করে পোস্টে লেখা হয়েছে, গ্রেটার বাংলাদেশ গড়াই লক্ষ্য তৃণমূলের।

প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন পোস্ট? আসলে রাজ্যের উন্নয়ন আর একের পর এক প্রকল্পে কেন্দ্রের খাতায় পশ্চিমবঙ্গের প্রথম হওয়ার বিরুদ্ধে বিজেপির বলার কিছু নেই। ‘স্বাস্থ্য সাথী’ (Sasthya Sathi) থেকে ‘দুয়ারে সরকার'(Duare Sarkar) উদ্যোগ জনপ্রিয়তা পেয়েছে। তার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার নেই বিজেপির৷ ফলে উস্কানিমূলক প্রচারই আপাতত হাতিয়ার। মেরুকরণ রাজনীতিকেই বেছে নিয়েছে। ভোট যত এগিয়ে আসবে, এমন প্রচার যে বাড়বে তা অনুমান করা যাচ্ছে।

কী বলছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ? তাঁরা বলছেন, ভাগ্যিস বিজেপি তুলনা টানতে গিয়ে জাতীয় সঙ্গীতের কথা টেনে আনেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ( Rabindranath Tagore) লেখা গান দু’দেশের জাতীয় সঙ্গীত (National Song)। এবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ (Amar sonar bangla) গাইলে বলা হবে হয়তো বাংলাদেশের জয়গান করা হচ্ছে! পোস্টটি দেখে অনেকে আবার ব্রিটিশ শাসনকালের ‘ডিভাইড অ্যান্ড রুল’ ( Divide and rule) সর্বনাশা পদ্ধতির কথা বলেছে। তাঁরা বলছেন, এইভাবেই ভাগাভাগির খেলা শুরু করেছে গেরুয়া শিবির।

আর তৃণমূল কংগ্রেস সাফ বলছে, প্রচারে কোনও হাতিয়ার না থাকায় বিভেদমূলক প্রচার চালানো হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। বাংলার মানুষই প্রতিবাদ করবেন। দলমত নির্বিশেষে তাঁরা এই প্রচার মেনে নেবেন না। কেউই এই উস্কানিতে পা দেবেন না।

 

Related articles

নামার সময় দুটুকরো হেলিকপ্টার! কেদারনাথে উড়ান নিরাপত্তায় প্রশ্ন

কেদারনাথের হেলিপ্যাডে নামার আগের মুহূর্তে বড়সড় বিপদের মুখে যাত্রীবাহী হেলিকপ্টার। এয়ার অ্যাম্বুল্যান্সের কাজে নিযুক্ত হেলিকপ্টারটি (helicopter) যান্ত্রিক গোলযোগের...

বিদেশে পাক-বিরোধী প্রচারে কোন বিপক্ষ সাংসদরা, তালিকা প্রকাশ কেন্দ্রের

পাকিস্তান বিরোধী প্রচারে একাধিক দেশে যাবেন ভারতের সাংসদরা। এক একটি দেশে সাংসদদের যে প্রতিনিধিরা যাবেন তাঁদের নেতৃত্বে থাকবেন...

বৃষ্টির আশঙ্কা নিয়েই আজ দ্বিতীয় দফার আইপিএল শুরু, ফেভারিট বিরাটরা 

ভারত-পাক সংঘাতের আবহে ধরমশালায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল ম্যাচ (পঞ্জাব সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস)। সাময়িক বিরতি কাটিয়ে...

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! সাসপেন্ড কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার, রিপোর্ট তলব কমিশনের

অনৈতিক উপায়ে ভোটার লিস্টের তথ্য বিকৃতির অভিযোগে নির্বাচন কমিশনে কাজ করা এক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হলো। অভিযুক্তের...
Exit mobile version