এবার RJD-ও প্রার্থী দেবে বাংলার ভোটে, তৃণমূলের সঙ্গে হতে পারে সমঝোতা

ওয়েইসি, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেনের পর এবার তেজস্বী যাদব৷

ক্রমশই সর্বভারতীয় চেহারা নিচ্ছে বাংলার একুশের ভোট (WB AssemblyElection)৷
মিম, শিবসেনা, জেএমএম আগেই জানিয়েছে এবার বাংলার ভোটে প্রার্থী দেবে তারা৷ এবার তেজস্বী’র (Tejashwi Yadav) রাষ্ট্রীয় জনতা দল বা RJD-ও বঙ্গ-ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে৷ সূত্রের খবর, আসন সমঝোতার প্রস্তাব নিয়ে তৃণমূল কংগ্রেসের(TMC) শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে লালুপ্রসাদ তথা তেজস্বী যাদবের দল৷ শুধু তৃণমূল নয়, জানা গিয়েছে আসন নিয়ে কংগ্রেসের (INC) সঙ্গেও কথা বলতে চায়। অসম ভোটেও প্রার্থী দিতে চান তেজস্বী যাদব৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছে, বাংলায় ৮ আসন এবং অসমে ১২ আসনে RJD প্রতিদ্বন্দ্বিতা করবে৷

আরও পড়ুন:করোনার কারণে লর্ডস থেকে সরতে পারে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল

রাজনৈতিক মহলের ধারনা, বাংলায় বিজেপির (BJP) ভোট কাটতেই RJD প্রার্থী দেবে। সেকারনেই এখানে বিজেপি-বিরোধী তৃণমূল এবং কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে প্রার্থী দিতে আগ্রহী তারা৷ যেখানে RJD-র প্রার্থী থাকবেনা সেই সব কেন্দ্রে ধর্মনিরপেক্ষ প্রার্থীর সমর্থন প্রচার করবে।সূত্রের খবর, RJD-র দুই শীর্ষ নেতা আবদুল বারি সিদ্দিকি এবং শ্যাম রজক কলকাতায় আসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে। আগামী ৩০ জানুয়ারি তাঁদের আসার কথা৷ থাকবেন ২ ফেব্রুয়ারি পর্যন্ত৷ পশ্চিমবঙ্গে যে বিহারী ভোট রয়েছে তা যাতে বিজেপি’র পক্ষে না যায়, সেই লক্ষ্যেই এ রাজ্য প্রার্থী দেবে এবং প্রচার করবে তেজস্বীর দল৷

Advt

Previous articleগৌতম কুণ্ডুর উধাও মোবাইল-ল্যাপটপের সন্ধানে সিবিআইয়ের নজরে ইডি
Next article১৯৩টিতে আসন রফা বাম-কংগ্রেসের, এখনও বাকি আরও