Wednesday, August 27, 2025

খায়রুল আলম (ঢাকা) : বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় মাছ শিকারের অপরাধে দুই ফিশিং ট্রলারসহ ২৮ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা’। এসময় ‘এফবি শঙ্খদীপ’ ও ‘এফবি স্বর্ণতারা’ নামের দুটি ভারতীয় ট্রলার ও ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির মাছ, জাল, দড়ি আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে মোংলা সমুদ্রবন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে দুই ট্রলারসহ তাদের আটক করা হয়। শুক্রবার সন্ধেয় ট্রলার ও মাছসহ তাদের মোংলা থানায় স্থানান্তর করেছে কোস্টগার্ড।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় প্রবেশ করে ট্রলারে করে মাছ ধরছিলেন ওই ৩৮ ভারতীয় জেলে। তারা বাংলাদেশ জলসীমার ১০.২ নটিক্যাল মাইল ভেতরে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। এসময় বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় টহল দেয়ার সময় তাদের আটক করে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা’।

আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গিয়েছে।

আটকদের বিরুদ্ধে ‘সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩’ এর ২২ ধারায় মামলা দায়েরের পর কারাগারে পাঠানোর কথা জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাজহারুল হক জানান, বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ডের পক্ষ থেকে নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনে জলদস্যু বনদস্যুদের অপতৎপরতার বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এছাড়া কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের নির্মূল করাসহ বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ডের পক্ষ থেকে নিয়মিত অভিযান অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১ ডিসেম্বর ভোরে একই এলাকা থেকে কোস্টগার্ড জাহাজ ‘সোনার বাংলা’ ১৭ ভারতীয় জেলে ও ২২ ডিসেম্বর ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ ১৬ ভারতীয় জেলেকে আটক করে মোংলা থানায় হস্তান্তর করে।

এ পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ শিকারের অপরাধে চার ট্রলারসহ মোট ৬১ জেলেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন।

আরও পড়ুন-দুই দেশের সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-দিল্লি

Related articles

১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: পরিবহন মন্ত্রী

হাতে গুণে আর একমাস। পুজো মণ্ডপের ৫০ শতাংশ কাজ শেষ অননেক জায়গাতেই। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত...

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...

ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার...
Exit mobile version