Thursday, November 13, 2025

বাংলাদেশে ঢুকে মাছ শিকারের সময় ট্রলারসহ ২৮ ভারতীয় জেলে আটক

Date:

খায়রুল আলম (ঢাকা) : বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় মাছ শিকারের অপরাধে দুই ফিশিং ট্রলারসহ ২৮ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা’। এসময় ‘এফবি শঙ্খদীপ’ ও ‘এফবি স্বর্ণতারা’ নামের দুটি ভারতীয় ট্রলার ও ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির মাছ, জাল, দড়ি আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে মোংলা সমুদ্রবন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে দুই ট্রলারসহ তাদের আটক করা হয়। শুক্রবার সন্ধেয় ট্রলার ও মাছসহ তাদের মোংলা থানায় স্থানান্তর করেছে কোস্টগার্ড।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় প্রবেশ করে ট্রলারে করে মাছ ধরছিলেন ওই ৩৮ ভারতীয় জেলে। তারা বাংলাদেশ জলসীমার ১০.২ নটিক্যাল মাইল ভেতরে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। এসময় বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় টহল দেয়ার সময় তাদের আটক করে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা’।

আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গিয়েছে।

আটকদের বিরুদ্ধে ‘সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩’ এর ২২ ধারায় মামলা দায়েরের পর কারাগারে পাঠানোর কথা জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাজহারুল হক জানান, বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ডের পক্ষ থেকে নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনে জলদস্যু বনদস্যুদের অপতৎপরতার বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এছাড়া কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের নির্মূল করাসহ বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ডের পক্ষ থেকে নিয়মিত অভিযান অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১ ডিসেম্বর ভোরে একই এলাকা থেকে কোস্টগার্ড জাহাজ ‘সোনার বাংলা’ ১৭ ভারতীয় জেলে ও ২২ ডিসেম্বর ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ ১৬ ভারতীয় জেলেকে আটক করে মোংলা থানায় হস্তান্তর করে।

এ পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ শিকারের অপরাধে চার ট্রলারসহ মোট ৬১ জেলেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন।

আরও পড়ুন-দুই দেশের সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-দিল্লি

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version