Tuesday, August 26, 2025

কৃষক আন্দোলন: সিংঘু সীমান্তে অশান্তির জেরে গ্রেফতার ৪৪ বিক্ষোভকারী

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলের(tractor tally) পর গত শুক্রবার ফের একবার হিংসার আগুন ছড়ায় সিংঘু সীমান্তে(Singhu border)। সেই হিংসার ঘটনায় এক তলোয়ারধারী কৃষকসহ(Farmer) মোট ৪৪ জনকে গ্রেফতার করল পুলিশ। সরকারি কর্মীর কাজে বাধা দেওয়া হত্যা সহ ভারতীয় দণ্ডবিধি একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর নাগাদ একদল যুবক সিংঘু সীমান্তে এসে উপস্থিত হয়। নিজেদের স্থানীয় বাসিন্দা বলে দাবি করে তারা জানায় অবিলম্বে আন্দোলন স্থল খালি করে দেওয়ার জন্য। বিক্ষোভকারী কৃষকদের উদ্দেশ্যে তারা স্লোগান দেয় ‘খালিস্থান মুর্দাবাদ’, ‘তিরঙ্গার অপমান সইবে না হিন্দুস্থান।’এই ঘটনাকে কেন্দ্র করে কৃষকদের সঙ্গে বচসা বাধে অজ্ঞাতপরিচয় ওই যুবকদের। কৃষকদের অভিযোগ, সকাল থেকেই স্থানীয় বাসিন্দার নাম করে ওই ব্যক্তিরা তাদের ওপর চড়াও হন। ইট পাথর ছোড়ার পাশাপাশি তাদের তাঁবুও ছিড়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ ও সশস্ত্র বাহিনী। ব্যারিকেড ভেঙে কৃষকদের ওপর ছড়া হওয়ার চেষ্টা করলে বাধ্য হয়ে লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ব্যবহার করে পুলিশ। পুলিশ, উত্তেজিত জনতা ও কৃষকদের সংঘর্ষের জেরে এক পুলিশ কর্মী আহত হন। তার উপর আন্দোলনকারীরা কৃষক তলোয়ার নিয়ে চড়াও হন বলে অভিযোগ ওঠে। আহত ওই অফিসারের নাম প্রদীপ পালিওয়াল।

আরও পড়ুন:অমিতের পাঠানো বিমানে দিল্লি যাচ্ছেন রাজীব-সহ চারমূর্তি, আজই যোগদান: সূত্র 

অন্যদিকে শুক্রবার মুজাফফরনগরে কৃষকদের মহা পঞ্চায়েত বসে সেখানে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের বাধা সত্ত্বেও গাজীপুর সীমান্তে আন্দোলনকারী রাখবেন তারা আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো ভাবেই পিছু হটার প্রশ্ন নেই। পাশাপাশি আজ শনিবার মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনশন করার সিদ্ধান্ত নিয়েছে দেশের কৃষকরা।

Advt

spot_img

Related articles

চলতি বছরেই শেষেই সিনেমায় প্রসেনজিতের ছেলে ‘মিশুক’!

'ছোট্ট জিজ্ঞাসা' নিয়ে ইন্ডাস্ট্রিতে আসা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)এখন নিজেই টলিউডের 'ইন্ডাস্ট্রি' ম্যান। বাংলা বিনোদন জগতের 'অমরসঙ্গী' নায়ক...

রাজ্য ছাত্র ভোটে বাধাও দেয়নি, হাই কোর্টের শুনানিতে স্পষ্ট অবস্থান জানালেন আইনজীবী কল্যাণ

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোট করাতে চায় রাজ্য সরকার। ছাত্র সংসদের (Student Union) ভোটে কখনও বাধা দেয়নি রাজ্য।...

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...