ভাল আছেন মহারাজ, কেবিনে হাঁটাচলা করলেন তিনি

0
3

ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ( sourav ganguly)। রাতে ভাল ঘুমিয়েছেন। শনিবার সকালে হালকা জল খাবারও খেয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে মহারাজকে। এমনটাই জানাল হাসপাতাল কতৃপক্ষ।

হাসপাতাল সূত্রে খবর, শনিবার বেশ কিছু টেস্ট করানো হয়েছে মহারাজের। সেইসব পরীক্ষার রিপোর্ট ঠিকঠাক থাকলে, ছেড়ে দেওয়া হবে বিসিসিআই প্রেসিডেন্টকে। এদিন কেবিনে ডাক্তারদের পরামর্শে বেশ কিছুক্ষন হাঁটাচলাও করেন মহারাজ।

গত ২৭ জানুয়ারি ফের একবার বুকে ব‍্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হয় সৌরভকে। বৃহস্পতিবার বসানো হয় বাকি দুটো স্টেন্টও।

আরও পড়ুন:এই মরশুমে হচ্ছে না রঞ্জি ট্রফি, তবে ফেব্রুয়ারিতে হতে চলেছে বিজয় হাজারে, জানিয়ে দিল বিসিসিআই